The news is by your side.

শনিবার থেকে পিক আওয়ারে ৮ মিনিট বিরতিতে চলবে মেট্রোরেল

0 106

 

যাত্রীদের চাহিদার কথা বিবেচনায় নিয়ে আগামী শনিবার  থেকে পিক আওয়ারে প্রতি ৮ মিনিট বিরতিতে মেট্রোরেল চলবে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক।

বৃহস্পতিবার রাজধানীর প্রবাসী কল্যাণ ভবনে মেট্রোরেল কর্তৃপক্ষের সংবাদ সম্মেলন কক্ষে তিনি এ তথ্য জানান।

মেট্রো ব্যবস্থাপনা পরিচালক এমএ এন সিদ্দিক বলেন, বর্তমানে মেট্রোরেল দিনে ১৫২ বার যাতায়াত করে। শনিবার থেকে নতুন সময়ে ২৬টা ট্রেন বেড়ে যাবে এতে ১৭৮বার যাতায়াত করবে। বর্তমানে মেট্রোরেল গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী পরিবহন করে। প্রতিদিন একটি ট্রেনে ১ হাজার ৭৫০ জন যাত্রী যাতায়াত করছে।

তিনি বলেন, পিক আওয়ারে মেট্রোরেল চলাচলের সময় ১০ মিনিট থেকে ৮ মিনিটে নিয়ে এসেছি। বর্তমানে পিক আওয়ারে ১০ মিনিট ও অফপিক আওয়ারে ১২ মিনিট সময় নিয়ে ট্রেন ছাড়া হয়। নতুন নিয়ম শুধু পিক আওয়ারের জন্য প্রযোজ্য। যা আগামী শনিবার থেকে কার্যকর হবে।

Leave A Reply

Your email address will not be published.