চোট কাটিয়ে দলীয় অনুশীলনে ফিরেছেন নেইমার। সোমবার নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামবে টুর্নামেন্টের হট ফেভারিট ব্রাজিল। আর এই ম্যাচে মাঠে নামতে পারেন নেইমার।
কাতার বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলো ব্রাজিল। সেই ম্যাচে ২-০ গোলে জিতলেও দুঃসংবাদ সঙ্গী হয় ব্রাজিল দলের। সেই ম্যাচে ৯ বার ফাউলের শিকার হয়ে মারাত্মক ভাবে আঘাত পান নেইমার। পা মচকে যাওয়ায় গ্রুপ পর্বের ম্যাচগুলো থেকে ছিটকে যান নেইমার। তবে বেশ কিছু বাদ মাধ্যম খবর প্রকাশ করছিল পুরো বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে পারেন নেইমার। তবে সেই শঙ্কাকে উড়িয়ে দিয়ে ব্রাজিলের দলীয় অনুশীলনে যোগ দিয়েছেন নেইমার।
শনিবার একটি ভিডিওতে নেইমারকে অনুশীলন করতে দেখা যায়। সেখানে অনুশীলনের পাশাপাশি গোলের মহড়াও করতে দেখা যায় তাকে। তবে নক আউট পর্বে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে নেইমার খেলবেন কিনা সেই বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত জানায়নি সেলেসাও কোচ তিতে।
তিনি বলেন, রোববার বিকেলে আরও একবার নেইমারকে প্র্যাকটিসে দেখে দক্ষিণ কোরিয়া ম্যাচের চূড়ান্ত একাদশ তৈরি করবো।