The news is by your side.

লাস ভেগাসে প্রেমের মরসুম! নিক-প্রিয়াঙ্কার একান্তে সময়

0 144

 

প্রেমের মরসুম কি আগেভাগেই হাজির হল লাস ভেগাসে! প্রিয়াঙ্কা-নিকের ঘনিষ্ঠ ছবি অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে ।

দেশ থেকে বিদেশে ফিরেই স্বামী, সন্তানের সঙ্গে আদুরে মুহূর্ত ভাগ করে নিচ্ছেন প্রিয়াঙ্কা।

জোনাস ব্রাদার্সের কনসার্টের কারণে নিকের সঙ্গে লাস ভেগাসে যান তিনি। কনসার্ট শেষে একে অপরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন তাঁরা। তেমনই এক মুহূর্তের রোমান্টিক একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন প্রিয়াঙ্কা।

রাতে শুনশান রাস্তাঘাট। নিকের হাত ধরে হাঁটছেন অভিনেত্রী। পরনে ভারী গরম পোশাক। লাস ভেগাসে প্রিয় মানুষের সঙ্গে সময় যাপনের মুহূর্ত ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করেছেন প্রিয়াঙ্কা।

২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন প্রিয়াঙ্কা-নিক। চলতি বছর জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে কন্যা সন্তানের বাবা-মা হন তাঁরা।

Leave A Reply

Your email address will not be published.