The news is by your side.

আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই: বাংলাদেশ ব্যাংক

0 112

 

‘স্বাধীনতার পর থেকে দেশের কোনো ব্যাংক বন্ধ হয়ে যায়নি। আগামীতেও কোনো ব্যাংক বন্ধ হয়ে যাবে না। এক্ষেত্রে ব্যাংকের আমানতের টাকা নিয়ে গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই।’

রোববার (১৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র জিএম আবুল কালাম আজাদ এ কথা বলেন।

এদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজারের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আবুল কালাম আজাদ এ কথা বলেন।

তিনি গ্রাহকের উদ্দেশ্যে বলেন, কোনো ব্যাংক আমানতের টাকা দিতে ব্যর্থ হলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে বাংলাদেশ ব্যাংক। গ্রাহকদের যেকোনো অভিযোগ ১৬২৩৬ নাম্বারে কল করে জানালেই হবে। অভিযোগের ভিত্তিতে আমরা তদন্ত করবো।

আবুল কালাম আজাদ বলেন, বাংলাদেশে বিশ্বব্যাংকের চলমান যে প্রকল্পগুলো রয়েছে সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা হয়েছে। বিশ্বব্যাংক সহযোগিতার ব্যাপারে আশ্বাস দিয়েছে।

এছাড়া নতুন প্রকল্পে বিনিয়োগের বিষয়ে বিশ্বব্যাংক আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান তিনি।

অপরদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাব মোকাবিলায় বিশ্বব্যাংকের কাছে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলার ঋণ চেয়েছিল বাংলাদেশ। এর মধ্য থেকে ২৫ কোটি ডলার প্রথম কিস্তিতে পাওয়া যাবে বলে জানিয়েছে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।

Leave A Reply

Your email address will not be published.