কক্সবাজার অফিস
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সচিব জুলিয়েটা ভালস নোয়েস।
মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের সংকট সমাধানে যুক্তরাষ্ট্র তৎপর রয়েছে বলে জানিয়েছেন জুলিয়েটা ভালস নোয়েস।
সোমবার সকালে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনকালে তিনি একথা বলেন।
এর আগে নোয়েসের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান।
স্থানীয় প্রশাসনসহ দেশীয়-আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন তিনি।
নোয়েস বলেন, ‘রোহিঙ্গা সংকট সমাধানে তৎপরতা অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের অবস্থার উন্নতি এবং তাদের অধিকারের অগ্রগতির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যুক্তরাষ্ট্রের অংশীদাররা।’
পরে বালুখালী ৮-ইস্ট ক্যাম্পের ওয়াচ টাউয়ারে রোহিঙ্গা ক্যাম্প পর্যবেক্ষণ শেষে ক্যাম্প এলাকা ত্যাগ করে প্রতিনিধিদলটি।
পাঁচ দিনের সরকারি সফরে গেল শনিবার বাংলাদেশে আসা জুলিয়েটা ভালস নয়েস মার্কিন সিনিয়র ফরেন সার্ভিসের একজন ক্যারিয়ার সদস্য। তিনি ২০২২ সালের ৩১ মার্চ জনসংখ্যা, শরণার্থী ও অভিবাসন ব্যুরোর সহকারী সেক্রেটারি অব স্টেট হন।
এর আগে নয়েস ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত ফরেন সার্ভিস ইনস্টিটিউটের ডেপুটি ডিরেক্টর ও ভারপ্রাপ্ত পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন।