The news is by your side.

রেমিট্যান্সে ১১৫ টাকার বেশি না দিতে নির্দেশ দিয়েছে এবিবি-বাফেদা

0 341

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশন (বাফেদা) রেমিট্যান্সের জন্য প্রতি ডলারের দাম সরকার ও ব্যাংকের নিজস্ব প্রণোদনাসহ ১১৫ টাকার বেশি না দিতে নির্দেশ দিয়েছে ব্যাংকগুলোকে।

ব্যাংকগুলো ১২৪ টাকায় রেমিট্যান্স কিনছে বলে বিভিন্ন গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বুধবার  এবিবি ও বাফেদার যৌথ সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করা হয়।

বৈঠকে এবিবি ও বাফেদার সদস্যরা বলেন, বর্তমানে অনেক ব্যাংক অতিরিক্ত মূল্যে রেমিট্যান্স ডলার কিনছে, যা মূল্যস্ফীতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভকে প্রভাবিত করবে।

উচ্চমূল্যে রেমিট্যান্স কেনার কারণে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে বলে উল্লেখ করেন তারা।

গত বছরের মাঝামাঝিতে ডলারের দর বেড়ে ১১৪ টাকা হয়। এরপর বাংলাদেশ ব্যাংকের মধ্যস্থতায় গত বছরের ১১ সেপ্টেম্বর থেকে ডলারের দর নির্ধারণ করছে ব্যাংকগুলো। এ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে রেমিট্যান্সের জন্য ডলারের দাম ১০৮ টাকা এবং রপ্তানির জন্য ৯৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। পর্যায়ক্রমে উভয়ক্ষেত্রেই ডলার কেনার হার সমান করা হয়।

 

Leave A Reply

Your email address will not be published.