The news is by your side.

রাশিয়ার বিজয় দিবসের আগে ইউক্রেনজুড়ে ব্যাপক হামলা

0 75

রাজধানী কিয়েভসহ ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা করেছে রাশিয়া। এ হামলায় ৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। কর্মকর্তাদের বরাত দিয়ে সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

মূলত নাৎসি জার্মানির বিরুদ্ধে বিজয় দিবস পালনের আগে ইউক্রেনজুড়ে বড় পরিসরে হামলা চালিয়েছে রুশ বাহিনী। ওডেসা শহরে শস্যগুদাম সহ ইউক্রেনের কয়েকটি অঞ্চলে ছোড়া ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

মঙ্গলবার বিজয় দিবসের কুচকাওয়াজ আয়োজনের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ১৯৪৫ সালে নাৎসি বাহিনীকে পরাজিত করার স্মরণে প্রতি বছর ৯ মে ‘বিজয় দিবস’ উদযাপন করে আসছে মস্কো। দিনটিতে মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে বিপুল সামরিক সরঞ্জাম প্রদর্শন করে রুশ সরকার। সেখানে প্রতিবছরই বিশেষ ভাষণ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বিশেষ দিনটিকে কেন্দ্র করে ইউক্রেনের পূর্বাঞ্চলের বাখমুতে গোলাবর্ষণের মাত্রা বাড়িয়েছে রুশ বাহিনী। অবরুদ্ধ শহরটির প্রতিরক্ষার দায়িত্বে থাকা ইউক্রেনের এক শীর্ষ জেনারেল জানান, রুশ ভাড়াটে ওয়াগনার গোষ্ঠী বাখমুতে সেনা প্রত্যাহারের পরিকল্পনা থেকে সরে আসার পরপরই হামলা বাড়িয়েছে।

বাখমুতে যুদ্ধ চালিয়ে যেতে রাশিয়ার ভাড়াটে ওয়াগনার গ্রুপ পর্যাপ্ত অস্ত্র ও গোলাবারুদ পেতে চলেছে বলে জানান গ্রুপটির প্রধান ইয়েভজেনি প্রিগোজিন। অঞ্চলটি থেকে বুধবারের (১০ মে) মধ্যে সেনা প্রত্যাহারের হুমকি দেওয়ার পর রবিবার এ কথা জানান তিনি।

এদিকে ইউক্রেনীয় মেয়র ভিটালি ক্লিটসকো টেলিগ্রামে বার্তা চ্যানেলে বলেছেন, কিয়েভের সোলোমিয়ানস্কি জেলায় ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন আহত হন। এছাড়া সোভিয়াতোশিন জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ার সময় আরও দুইজন আহত হন।

কয়েকজন প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে জানান, রবিবার কিয়েভে অসংখ্য বিস্ফোরণের শব্দ শুনেছেন তারা।  তবে ইউক্রেনের আকাশপ্রতিরক্ষা ব্যবস্থা রুশ হামলা প্রতিহতে কাজ করছে বলে জানান স্থানীয় কর্মকর্তারা। বেশ কিছু ড্রোন আকাশে চক্কর দিতেও দেখা গেছে।

কৃষ্ণ সাগরের বন্দরনগরী ওডেসাতে কয়েকটি হামলা হয়েছে রবিবার। এ বিষয়ে ইউক্রেনীয় সামরিক প্রশাসনের মুখপাত্র সেরহি ব্রাচুক জানান, শহরটির একটি শস্যগুদামে হামলা চালায় রাশিয়া। এতে আগুন ধরে যায়।

এদিন ইউক্রেনের প্রায় দুই-তৃতীয়াংশ জুড়ে কয়েক ঘণ্টা বিমান হামলার সতর্ক সংকেত বাজতে থাকে। এতে আতঙ্কিত হয়ে পড়েন অনেকে।

 

 

Leave A Reply

Your email address will not be published.