ইউক্রেনজুড়ে আবার নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার দেশটির পূর্বাঞ্চলের দিনিপ্রো শহরে আবাসিক ভবনে চালানো হামলায় কমপক্ষে ২১ জন নিহত হয়েছেন।এসব হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও ৭৪ জন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, বেসরকারি স্থাপনায় এসব ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের মধ্যে অনেক শিশুও রয়েছে। খবর আনাদোলুর।
দিনিপ্রোর আঞ্চলিক কাউন্সিলের প্রধান কাইকোলা লুকাশাক ম্যাসেজিং অ্যাপ টেলিগ্রামে জানিয়েছেন, এখনো অন্তত ৩৫ জন নিখোঁজ রয়েছেন এবং ৭৩ জন আহত হয়েছেন।
এর আগে শনিবার পূর্ব-মধ্য ইউক্রেনের দিনিপ্রোর এই ভবনটিতে সিরিজ ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এতে ভবনটি আংশিক ধসে যায়। এই হামলাকে গত দুই সপ্তাহের মধ্যে রাশিয়ার সবচেয়ে বড় আক্রমণ বলে জানিয়েছে বিবিসি। তবে এ হামলার ব্যাপারে মস্কো এখনো কোনো মন্তব্য করেনি।
শনিবার কিয়েভ, খারকিভ, ওডেসা ও আরও বেশ কয়েকটি শহরে হামলা চালানো হয়েছে। বেশ কয়েকটি শহরে বিদ্যুৎ অবকাঠামোতে ক্ষেপণাস্ত্র হামলার পর ইউক্রেনের বেশির ভাগ এলাকা এখন অন্ধকারে।