খুব শিগগিরই স্বামী আদিল ডুরানিকে ডিভোর্স দেবেন বলে ঘোষণা করেছিলেন বলিউডের ‘ড্রামা কুইন’ রাখি সাওয়ান্ত। এ ঘোষণা দেওয়ার এক মাস কাটতে না কাটতেই জানান, আদিলকে তিনি ডিভোর্স দেবেন না। এবার রাখি জানালেন, খুব শিগগিরই বিচ্ছেদের আনুষ্ঠানিকতা চূড়ান্ত করবেন তিনি।
ভারতীয় একাধিক গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে তিনি বলেন, ‘আমার সুখের রহস্য কী জানেন? আমি ডিভোর্সের পথে হাঁটছি। আমি এখন স্বাধীন হতে চাই। সে যাকে ইচ্ছা বিয়ে করতে পারে।’
বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ-গয়না চুরি এবং পণ নেওয়ার অভিযোগে স্বামী আদিল ডুরানির নামে মামলা করেছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। এ মামলায় আদিলকে গ্রেপ্তার করা হয়েছে।
বর্তমানে মাইসুরুর জেলে রয়েছেন আদিল। কিছু দিন আগে সেখান থেকে রাখি সাওয়ান্তকে ফোন করে রাখির কাছে ফিরে আসার সুযোগ চাইলে রাখি কিছু শর্ত জুড়ে দেন। কিন্তু সেসব শর্ত মানতে নারাজ আদিল।
গত বছরের জুলাই মাসে দুবাইয়ে রাখি-আদিলের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। ইসলাম ধর্ম গ্রহণ করে আদিলকে বিয়ে করেন রাখি। নাম পরিবর্তন করে হয়েছেন রাখি সাওয়ান্ত ফাতিমা।