The news is by your side.

যুদ্ধ শেষ হওয়ার আগে ন্যাটোর সদস্যপদ পাওয়া সম্ভব নয় : জেলেনস্কি

0 110

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার যুদ্ধ শেষ হওয়ার আগে কিয়েভ ন্যাটোতে যোগ দিতে পারবে না। আমরা এটি চাই না বলে নয়, বরং তা অসম্ভব বলেই। খবর এএফপির।

গত বছরের ফেব্রুয়ারিতে রাশিয়ার ইউক্রেন আগ্রাসন পশ্চিমা সামরিক জোট ন্যাটোকে আরও শক্তিশালী করেছে। সোভিয়েত ইউনিয়নকে মোকাবিলা করার জন্য প্রায় ৭৫ বছর আগে পশ্চিমা এ জোট গঠন করা হয়।

কিন্তু এ সামরিক জোটের সদস্যরা ইউক্রেন প্রশ্নে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে। এদিকে ন্যাটো প্রধান জেন্স স্টলটেনবার্গ বলেছেন, জোটটির সব সদস্য দেশ ২০০৮ সালের একটি অঙ্গিকার মেনে চলতে সম্মত হয় যে, ইউক্রেন কোন অনির্ধারিত সময়ে সদস্যপদ পাবে।

জেলেনস্কি এস্তোনিয়ার প্রেসিডেন্ট অ্যালার কারিসের সঙ্গে এক ব্রিফিংকালে বলেন, অতএব আমরা উপলব্ধি করেছি যে এই যুদ্ধকালীন সময়ে আমরা ন্যাটোর সদস্য পদ পাব না। আমরা এটি চাই না বলে নয়, বরং তা অসম্ভব বলেই।

ইউক্রেন ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়ন উভয়টিতে যোগদানের প্রার্থী হলেও কতিপয় ইউরোপীয় দেশ রাশিয়ার আগ্রাসন অব্যাহত থাকায় কিয়েভের ন্যাটোর সদস্যপদ পাওয়ার জন্য একটি অনির্ধারিত সময়সীমা বেঁধে দেওয়ার বিষয়ে সতর্ক রয়েছে।

ন্যাটোতে যোগদানের অর্থ ইউক্রেন এ সামরিক জোটের আর্টিকেল ৫ সম্মিলিত প্রতিরক্ষা ধারার আওতায় পড়বে। আর এই ধারা অনুযায়ী ন্যাটোর কোন সদস্য দেশ আক্রান্ত হলে দেশটি রক্ষায় সহায়তা করতে বাধ্য অন্য সদস্য দেশগুলো। শুক্রবারের এ মন্তব্য ইউক্রেনের প্রেসিডেন্টের একটি বিরল স্বীকারোক্তি।

 

 

 

Leave A Reply

Your email address will not be published.