The news is by your side.

মেয়র প্রার্থীসহ রুপণসহ বিএনপির ১৯ নেতাকে আজীবন বহিষ্কার

0 152

দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেওয়ায় মেয়র পদপ্রার্থী রুপণসহ ১৯ বিএনপির নেতাকে আজীবনের জন্য বহিষ্কার করা হ‌য়ে‌ছে।

শনিবার রা‌তে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষর করা চিঠিতে এই বহিষ্কারের কথা জানানো হয়।

মেয়র পদপ্রার্থী কামরুলসহ ১৯ জনকে গত বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিএনপি।

নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে তাঁদের জবাব চেয়ে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। ওই সময়ের মধ্যে সংশ্লিষ্ট নেতারা জবাব দিলেও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসেননি। এ কারণে ওই ১৯ নেতাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

কামরুল আহসান রুপণ সাংবা‌দিক‌দের বলেন, নিবাচনী তফসিল ঘোষণার পরপরই প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলাম।

এরপর মনোনয়ন জমা, প্রচার-প্রচারণা শুরু পর্যন্ত দলের কোনো স্তর থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। মনোনয়ন প্রত্যাহারের কোনো নির্দেশনাও পাইনি।

তি‌নি আরো ব‌লেন, নির্বাচনের আগে এসে এ ধরনের নির্দেশ পেলে তো আর মাঝপথে নির্বাচন থেকে সরে দাঁড়ানো যায় না। তি‌নি ব‌লেন, কারণ দর্শানোর নোটিশের জবাব জমা দিয়েছি।

তবে এরপর এ ধরনের সিদ্ধান্তের কোনো চিঠি পাইনি।

বরিশাল মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত নেতা জাহিদুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, কেন্দ্রীয় কমিটির পাঠানো এসব চিঠি সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছে পৌঁছে দেওয়া হবে। এর আগে এই ১৯ জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশের জবাব দিলেও তাঁরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে আসতে অস্বীকৃতি জানান।

জাহিদুর রহমান আরো বলেন, বিএনপি নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবে না। এ কারণে নির্বাচনের যেকোনো কার্যক্রম থেকে নেতাদের বিরত থাকার নির্দেশ দিয়ে চিঠি দেওয়া হয়েছিল।

এ ছাড়া নগর বিএনপির আহ্বায়ক কমিটির তিনজন যুগ্ম আহ্বায়ক ও চারজন সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যরা ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বর্তমান ও সাবেক নেতা। তা‌দের ম‌ধ্যে ছয়জন সাধারণ ও সংর‌ক্ষিত পদে বর্তমান কাউন্সিলর র‌য়ে‌ছে। ইতিপূর্বে যারা একা‌ধিকবার কাউন্সিলর নির্বাচিত হ‌য়ে‌ছেন।

 

Leave A Reply

Your email address will not be published.