ঈদ উপলক্ষে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিদ্যা সিনহা মিম অভিনীত ‘পরাণ’। সিনেমাটির প্রচারণায় বেশ সরব ছিলেন তিনি। মুক্তির পরও ঘাম ঝরাচ্ছেন। দলবলসহ সিনেমা হল পরিদর্শন করছেন। দর্শকের সঙ্গে ভাগ করে নিচ্ছেন ‘পরাণ’ দেখার অনুভূতি।
দর্শকের কেমন সাড়া পাচ্ছেন জানতে চাইলে—মিম বলেন, “অনেক ভালো সাড়া পাচ্ছি। ইতোমধ্যেই আজকের শোয়ের সবগুলো টিকিট শেষ হয়ে গেছে। আমি এখন রাস্তায় আছি। ‘পরাণে’র প্রচারণায় ময়মনসিংহ যাচ্ছি।”
‘পরাণ’ চলচ্চিত্রে ভিন্ন এক চরিত্রে দেখা গেছে মিমকে। চরিত্রটি ফুটিয়ে তুলতে নিজেকে প্রস্তুত করেছেন কীভাবে— উত্তরে এই অভিনেত্রী বলেন, ‘এজন্য আমাকে অনেকদিন চরিত্রটির মধ্যে থাকতে হয়েছে। অনন্যা কীভাবে কথা বলে, কীভাবে চলাফেরা করে এই বিষয়গুলো আমাকে আয়ত্ত করতে হয়েছে। এমনভাবে চরিত্রটিতে ঢুকেছিলাম যে এখনও আমি কথা বলতে বলতে গেলে অনন্যার মতো আহ্লাদ করে কথা বলে ফেলি।’
তবে ‘অনন্যা’ চরিত্রটির জন্য জ্যেষ্ঠ কোনো অভিনেত্রীর অভিনয় অনুকরণ করেননি উল্লেখ করে মিম বলে, ‘আমাদের মফস্বলের আশেপাশের মেয়েদের কথাবার্তা চালচলনটাই এখানে ফোকাস করা হয়েছে। তো আমিও সেসময় মফস্বলের তরুণীদের কথাবার্তা, হাঁটা-চলা খেয়াল করতাম।’
‘পরাণে’র মাধ্যমে এই প্রথম জুটি বেঁধে কাজ করেছেন শরিফুল রাজ ও ইয়াশ রোহানের সঙ্গে। প্রথমবার হলেও দুজনের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বেশ ভালো মিমের। তিনি বলেন, ‘সহশিল্পীদের সঙ্গে কাজ করে বেশ ভালো কিছু অভিজ্ঞতা হয়েছে আমার। ওরা খুব হেল্পফুল ছিল। আমাদের কেমিস্ট্রিও বেশ ভালো ছিল।’
এরপর ‘পরাণ’ সিনেমাটি সত্য ঘটনা অবলম্বনে নির্মিত উল্লেখ করে মিম আরও বলেন, ‘আমাদের আশেপাশে অনেক ঘটনাই ঘটে। সেখান থেকে অনুপ্রাণিত হয়েই আসলে সিনেমাটি করা। তবে নির্দিষ্ট কারও জীবনের গল্প বললে ভুল হবে। কেননা আমরা কিন্তু কারও নাম উল্লেখ করিনি। তা ছাড়া সিনেমাটি তো মুক্তি পেয়েছে। দর্শকরা হলে গিয়ে দেখছেন। এখন তারা যেভাবে নেন। কেউ যদি মনে করেন এটা নির্দিষ্ট কারও জীবনের গল্প নিয়ে করা সেটা তার ব্যাপার।’