সিনেমা করতে গিয়েই আলিয়া-রণবীর একে অন্যের প্রেমে পড়েন। প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছর এপ্রিলে বিয়ে করেন এই তারকাজুটি।
, আগামী ২০ নভেম্বর মা হচ্ছেন আলিয়া ভাট। হাসপতাল থেকেই তার সন্তান জন্মের এই সম্ভাব্য তারিখ জানানো হয়েছে। ইন্ডিয়া টুডেকে আলিয়া-রণবীরের ঘনিষ্ঠ একজন এ তথ্য জানিয়েছেন।
গণমাধ্যমটিতে তিনি বলেছেন, মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে আলিয়া ভাটকে। আশা করা হচ্ছে, আাগামী ২০ নভেম্বর সেখানে প্রথম সন্তানের জন্ম দেবেন আলিয়া।
এর আগে গত ২৭ জুন আলিয়া নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্ট দিয়ে তার মা হওয়ার খবরটি নিশ্চিত করেন। আলট্রাসনোগ্রাফি করার সময়ে তোলা ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এই ঘোষণা দেন তিনি। সম্প্রতি তার বেবি শাওয়ার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এ সময় দুই পরিবারের সদস্য ছাড়াও এ জুটির বন্ধুবান্ধব উপস্থিত ছিলেন।
২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান আলিয়া ভাট ও রণবীর কাপুর। গত ১৪ এপ্রিল মুম্বাইয়ে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা।