The news is by your side.

ময়মনসিংহে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ,  নিহত ৪

0 135

ময়মনসিংহের ত্রিশালে একটি চলন্ত মাইক্রোবাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নারীসহ চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১১ জন।

রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের রাঘামারার রাঙামাটি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবু বকর।

পুলিশ জানায়, নিহত চারজনের মধ্যে ইতোমধ্যে দুইজনে পরিচয় শনাক্ত করা গেছে। তারা হলেন, ধোবাউড়া উপজেলার খামারভাসা গ্রামের দুলেনা (৪০) ও রেজিয়া (৩৫)।

আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।

ত্রিশাল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম বলেন, মাইক্রোবাসটি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহত ব্যক্তিদের উদ্ধার করে।

 

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.