The news is by your side.

ভুটানকে উড়িয়ে দিল বাংলাদেশ

0 157

 

নেপালের পর ভারতকে হারিয়ে আগেই ফাইনাল খেলা নিশ্চিত করেছিল বাংলাদেশের কিশোরীরা। গ্রুপপর্বের শেষ ম্যাচেও দুর্বার সুরভী-আলপিরা। নেপালের কাঠমান্ডুর চেসাল স্টেডিয়ামে ভুটানকে উড়িয়ে দিয়েছে ৬-০ গোলে।

আগেই ফাইনাল নিশ্চিত হয়ে গেলেও একাদশে কোনো পরিবর্তন না এনেই ভুটান ম্যাচে নামে বাংলাদেশ। কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে শুরু থেকেই ভুটানের ওপর চাপ ফেলতে থাকে মেয়েরা। সুবাদে ১৩মিনিটে এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।

মাঝমাঠ থেকে ফাতেমা আক্তারের ক্রস ঠেকাতে বক্সের সামনে চলে এসেছিলেন ভুটানি গোলরক্ষক কেলজাং ওয়াংমো। গোলরক্ষক বল গ্লাভসে নেওয়ার আগেই হেডে টুর্নামেন্টে নিজের চতুর্থ গোল তুলে নেন সুরভী আকন্দ প্রীতি।

৩৩ মিনিটে দৃষ্টিনন্দন একটি গোল করেন ফাতেমা। মাঝমাঠ থেকে ডান পায়ের দূরপাল্লার ফ্রি কিকে ফাতেমা লক্ষ্যভেদ করেন। গোলরক্ষক লাফিয়েও বলের নাগাল পাননি। দুই মিনিট পর ফাতেমা গোল করালেন ক্রানুচিং মারমাকে দিয়ে।

দ্বিতীয়ার্ধেও দাপুটে খেলা বজায় রাখে বাংলাদেশের মেয়েরা। ব্যবধান ৪-০ করেন সাথী মুন্ডা। ৬৯ মিনিটে ব্যবধানটা আরও বড় করেন থুইনুই। আগের মিনিটে তার একটি শট ঠেকান ভুটান গোলকিপার। পরের মিনিটে মৌমিতা খাতুনের ক্রস ধরে দূর পোস্টে জোরালো শট নেন থুইনুই, বল ভুটান গোলকিপারকে ফাঁকি দিয়ে জড়ায় জালে। ৭৭ মিনিটে প্রীতি একাই বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে দলের হয়ে ষষ্ঠ গোল করেন।

Leave A Reply

Your email address will not be published.