The news is by your side.

ভিসার মেয়াদ বৃদ্ধির দাবিতে আজও সড়ক অবরোধ, তীব্র যানজট

0 409

 

সৌদি ভিসার মেয়াদ বৃদ্ধি এবং সৌদি এয়ারলাইন্সের বিমানের টিকিটের দাবিতে আজও সড়ক অবরোধ করেছেন সৌদি প্রবাসীরা। সোমবার দুপুরে তারা রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের সৌদি এয়ারলাইন্সের কার্যালয়ের বাইরের সড়কে অবস্থান নেন।

দুপুর ১টার পর থেকেই প্রবাসীকর্মীরা রাস্তা অবরোধ শুরু করেন। রাস্তায় নেমে আসেন শত শত প্রবাসীকর্মী। তারা সমস্বরে স্লোগান দেন ‘বাঁচলে সবাই বাঁচব আর মরলে সবাই মরব’। তিন মাস ভিসার মেয়াদ অটো বাড়ানো হোক। রাস্তা অবরোধের ফলে ব্যস্ততম এ সড়কে যানজটের সৃষ্টি হয়। প্রবাসীকর্মীদের রাস্তা অবরোধ তুলে নিতে পুলিশ কর্মকর্তাদের কোনো অ্যাকশনে যেতে দেখা যায়নি। রাস্তা অবরোধের ফলে অনেকেই হেঁটে গন্তব্যে রওনা হন।

প্রবাসী শ্রমিকদের অভিযোগ, ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদ শেষ হচ্ছে। সরকার ২৪ দিন ভিসার মেয়াদ বাড়ানোর ঘোষণা দিলেও অনলাইনে গিয়ে চেক করে ভিসার মেয়াদ বাড়ানোর কোনো আলামত পাচ্ছেন না। তাদের দাবি ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হোক। তবেই সবাই ফিরে যেতে পারবেন।

হাজীগঞ্জ থেজে আসা প্রবাসীকর্মী শাহজাহান বলেন, দেশে ফিরে গত নয় মাস বেকার বসে বসে খাচ্ছি। আয়-রোজগার নেই। ৩০ সেপ্টেম্বর ভিসার মেয়াদও শেষ। ভিসার মেয়াদ ও টিকিটের ব্যবস্থা করতে এক সপ্তাহ ধরে এয়ারলাইন্স কার্যালয়ে ধরনা দিচ্ছি। কিন্তু কোনো ব্যবস্থাই করতে পারছি না। এখন আমার কী হবে?

Leave A Reply

Your email address will not be published.