The news is by your side.

ভারতের প্রশংসায়  রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন!

0 100

 

 

ভারতীয়দের ‘‌প্রতিভাবান’‌ আখ্যা দিলেন রুশ প্রেসিডেন্ট। শুক্রবার রাশিয়ায় পালিত হল একতা দিবস। সেই অনুষ্ঠানে যোগ দেন পুতিন। বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়েই তিনি ভারতের কথা বলেন এবং ভারতীয়দের গুণ ও প্রতিভার প্রশংসা করেন।

পুতিন বলেন, ‘‌আগামী দিনে ভারত নিজেদের উন্নয়নের ক্ষেত্রে দারুণ ফল করবে। এই বিষয়ে কোনও সংশয় নেই। প্রায় দেড় বিলিয়ন জনসংখ্যা ভারতে, উন্নতির লক্ষ্যে এটি অত্যন্ত সম্ভাবনাসূচক।’‌

আফ্রিকার ঔপনিবেশিকতা, ভারতের সম্ভাবনা ও রাশিয়ার সভ্যতা ও সংস্কৃতির বিষয়ে কথা বলতে গিয়ে ভ্লাদিমির পুতিন ভারতের প্রশংসা করেন। ভারতীয় নাগরিকদের প্রশংসাও শোনা যায় পুতিনের মুখে। তাঁর কথায় ‘‌ভারতীয়দের ইচ্ছাশক্তি অদম্য। অভ্যন্তরীণ উন্নয়নের জন্য যা জরুরি।’

‌ আফ্রিকা প্রসঙ্গে পুতিন বলেন, ‘‌অতীতে ঔপনিবেশিক শক্তিতে যে উন্নয়ন ও সমৃদ্ধি হয়েছিল, তা পশ্চিমী দুনিয়ার শাসকদের আফ্রিকা লুঠ করার কারণেই হয়েছে। এমনকী ইউরোপের গবেষকরাও এই তথ্য লুকোননি। তারা (গবেষকরা) বলেছিলেন আফ্রিকার মানুষদের কষ্ট ও দুর্দশার উপর ভিত্তি করেই পশ্চিমের সমৃদ্ধি ঘটেছে। আমি বলছি না যে সম্পূর্ণটাই, তবে ঔপনিবেশিক শক্তির একটি বড় অংশই এভাবে গড়ে উঠেছিল। চুরি, দাসত্ব ও দাস কেনাবেচা হত।’

‌ রাশিয়া সম্পর্কে পুতিন বলেন, ‘‌রাশিয়া বহুজাতিক রাষ্ট্র ছিল। এর এক অনন্য সভ্যতা ও সংস্কৃতি ছিল। ইউরোপীয় সংস্কৃতির সঙ্গেও অনেকাংশে জড়িত ছিল রাশিয়া। ধর্মের ভিত্তিতে ইউরোপীয় সংস্কৃতির সঙ্গে যুক্ত রাশিয়া। তবে বর্তমানে রাশিয়া বিশ্বের অন্যতম শক্তিধর হয়ে উঠেছে। রাশিয়ায় অনন্য সংস্কৃতি ও সভ্যতা রয়েছে।’‌

 

Leave A Reply

Your email address will not be published.