শাহরুখ খানকে নিয়ে চমকপ্রদ একটি মন্তব্য করেই বিপাকে পড়েছেন এক মার্কিন সাংবাদিক। তিনি বলেছেন, শাহরুখ খান ভারতের টম ক্রুজ।
স্কট মেনডেলসন নামের ওই সাংবাদিক টুইটে বলেছেন, ‘ভারতের টম ক্রুজ শাহরুখ খান। তিনিই পাঠানের মতো ব্লকবাস্টার দিয়ে বলিউডকে রক্ষা করতে পারেন।’
তবে অনেক ভারতীয় এই বিষয়টিকে ভালোভাবে নিচ্ছে না। কেউ কেউ তার টুইটের মন্তব্যের ঘরে লিখছেন, তিনি টম ক্রুজ নন, তিনি শাহরুখ খান। একমাত্র শাহরুখ খান।’
কেউ আবার বলছেন, ‘এসআরকে ইস এসআরকে (শাহরুকের সংক্ষিপ্ত নাম)। তিনি ভারতের টম ক্রুজ নন বরং তিনি ভারতের জাতীয় সম্পদ।’
অনেকে আবার মনে করছেন এই মন্তব্যে শাহরুখকে অপমান করেছেন স্কট মেনডেলসন।