ভারতের ছত্তিশগড় রাজ্যের দান্তেওয়াড়ায় পুলিশের গাড়িতে বড় হামলা হয়েছে। মাওবাদী দমন অভিযান শেষে ফেরার পথে ভয়াবহ বিস্ফোরণে ঝাঁজরা হয়ে গেছে পুলিশের গাড়ি। ঘটনায় নিহত হয়েছেন অন্তত ১১ জন। এদের মধ্যে ১০ জন পুলিশ কর্মী (ডিআরজি জওয়ান) এবং একজন গাড়িচালক রয়েছেন।
ছত্তিশগড়ের বাস্তার জেলার দান্তেওয়াড়ার আরানপুরের কাছে একটি জায়গায় বিস্ফোরণ ঘটে।
পুলিশের ধারণা, সশস্ত্র মাওবাদীরা এ হামলা চালিয়েছে। সম্প্রতি সিপিআই মাওবাদীর নাম লেখা একটি চিঠিও ছড়িয়ে পড়েছিল, যাতে তারা জানিয়েছিল, খুব শিগগিরিই পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের উপর হামলা চালানো হবে।
বৃহস্পতিবার গোয়েন্দা সূত্রে খবর পাওয়ার পর মাওবাদী দমন অভিযানে গিয়েছিলেন ওই পুলিশ কর্মকর্তারা। সে অভিযান থেকে ফেরার পথেই বিস্ফোরণ ঘটিয়ে পুলিশের আস্ত গাড়িই উড়িয়ে দেয় মাওবাদীরা। ঘটনাস্থলেই ওই গাড়ির চালক এবং ১০ জন পুলিশকর্মী মারা যান।
হামলায় হতাহতের ঘটনায় শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল।