The news is by your side.

ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলে জয়ার ‘নকঁশী কাঁথার জমিন’

0 124

জয়া আহসান। বর্তমানে দেশ এবং কলকাতার গণ্ডি পেরিয়ে দ্যুতি ছড়াচ্ছেন বলিউডেও। নিজের অভিনয়ের নৈপুণ্যতায় জায়গা করে নিয়েছেন দর্শকহৃদয়ে। সম্প্রতি অভিনেত্রীর ভক্তদের সুখবর দিলেন জয়া।

শুক্রবার  দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে ‘নকঁশী কাঁথার জমিন’ সিনেমার একটি ছবি দিয়ে পোস্ট করেছেন তিনি।

পাঠকদের জন্য জয়ার স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

চমৎকার একটা আনন্দের সংবাদ দিচ্ছি আপনাদের! এ আনন্দ যেমন আমাদের সবার, তেমনি আমাদের দেশেরও!

১৪তম ব্যাঙ্গালুরু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভেলের এশিয়ান কম্পিটিশনে বিখ্যাত সব সিনেমার সঙ্গে ছিল জীবন ঘনিষ্ঠ নির্মাতা আকরাম খানের নির্দেশনায় নির্মিত অনুদানের সিনেমা ‘নকঁশী কাঁথার জমিন’!

ইন্টারন্যাশনাল এসব সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ‘নকঁশী কাঁথার জমিন’ তৃতীয় স্থান অধিকার করেছে। এর আগেও সিনেমাটি ইউনেস্ক গান্ধী অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হয়েছিল!

‘করক সিং’ সিনেমার মাধ্যমে বলিউডেও পা রেখেছেন জয়া। এই সিনেমায় পঙ্কজ ত্রিপাঠির বিপরীতে অভিনয় করেছেন তিনি। এটি নির্মাণ করেছেন অনিরুদ্ধ রায় চৌধুরী।

 

Leave A Reply

Your email address will not be published.