The news is by your side.

বেলারুশে পরমাণু অস্ত্র পাঠাতে শুরু করেছে রাশিয়া

0 132

এই প্রথম নিজ ভূখণ্ডের বাইরে বেলারুশে পারমাণবিক অস্ত্র মোতায়েন শুরু করেছে রাশিয়া। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাশিয়া থেকে বেলারুশে রওয়ানা হয়েছে কৌশলগত পারমাণবিক অস্ত্র। চলতি বছরের মার্চ মাসেই এমন পরিকল্পনার কথা জানিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো মস্কোতে সাংবাদিকদের জানান, কৌশলগত পারমাণবিক অস্ত্র পুতিনের নির্দেশে পাঠানো হচ্ছে। ইতোমধ্যে সেগুলো নিয়ে রওনা হয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে ক্রেমলিন থেকে সরাসরি বিষয়টি নিশ্চিত করা হয়নি।

পুতিনের এমন পরিকল্পনার নিন্দা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে কৌশলগত পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কোনও পরিকল্পনা নেই বলে জানিয়েছে ওয়াশিংটন।

প্রায় ১৫ মাস ধরে চলমান রয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। ক্রেমলিনের মতে, যুক্তরাষ্ট্র ও পশ্চিমা মিত্র দেশগুলো এই যুদ্ধের মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে একটি পরোক্ষ যুদ্ধে লিপ্ত। এ বিষয়ে রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘আমাদের দেশের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালিয়ে যাচ্ছে পশ্চিমারা।’

ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহযোগিতাকে যুদ্ধ দীর্ঘায়িত করার প্রয়াস হিসেবে দেখছেন তিনি।

 

Leave A Reply

Your email address will not be published.