The news is by your side.

বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় চায় ব্রাজিল, সেমি-ফাইনালে সমর্থন আর্জেন্টিনাকে

0 135

 

মাঠের লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল, । কিন্তু মাঠের বাইরে সবাই ঐক্যবদ্ধ, একটাই পরিচয়-তারা লাতিন আমেরিকান। তাইতো আসছে সেমি-ফাইনালের আগে মেসিদের প্রতি পূর্ণ সমর্থন জানাল ব্রাজিল ফুটবল।

চলতি বিশ্বকাপের সেমি-ফাইনালে এই দুই দলের মুখোমুখি লড়াই দেখার আশায় ছিল ফুটবল বিশ্ব। ব্রাজিল আগেভাগে বিদায় নেওয়ায় সেটা আর হচ্ছে না। তাদের ছিটকে দেওয়া ক্রোয়েশিয়ার মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা।

লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে মাঠে গড়াবে কাতার বিশ্বকাপের প্রথম সেমি-ফাইনাল। বাংলাদেশ সময় রাত একটায় শুরু হবে ম্যাচটি।

আগের দিন স্পোর্টস সেন্টাল ব্রাজিলে দেশটির ফুটবল সংস্থার ভাইস প্রেসিডেন্ট ফের্নান্দো সার্নে আর্জেন্টিনার প্রতি সমর্থন জানান।

“আমাদের একতা বজায় রাখতে হবে। এখন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, আমরা সবাই আর্জেন্টাইন। আমি আশা করি, তারা বিশ্ব সেরার ট্রফি দক্ষিণ আমেরিকায় নিয়ে আসবে।”

এদিকে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড  রাফিনহা তার ফেসবুক পেইজে গতকাল জানান “আমি শুধুমাত্র আর্জেন্টিনাকে সমর্থন করি  একজনের জন্য।  আর সেই মানুষটি লিওনেল মেসি ।”

বিশ্বকাপ শুরুর পর আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও একইরকম কথা বলেছিলেন, যদি তারা বিদায় নেন তাহলে ব্রাজিলকে সমর্থন দেবেন।

Leave A Reply

Your email address will not be published.