The news is by your side.

বিকিনি পরা ছবি পোস্ট করে সমালোচনার কবলে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জেসিয়া

0 126

মিস ওয়ার্ল্ড বাংলাদেশবিজয়ী জেসিয়া ইসলাম। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক ঘটতে যাচ্ছে তাঁরএমনটাই খবর ছিল। শোনা গিয়েছিল গ্রুমিং শুরু করেছেন তিনি।

বছর দেড়েক আগেই জাজের কর্ণধার আব্দুল আজিজ নিজে বলেছিলেন, ‘আমরা বেশ কয়েকজন নতুন নায়িকা উপহার দিতে যাচ্ছি। এর মধ্যে জেসিয়া একজন। এর আগে আমরা মাহিয়া মাহি, নুসরাত ফারিয়া, পূজা চেরির মতো নায়িকা উপহার দিয়েছি।

চলচ্চিত্রে অভিষেক ঘটেনি জেসিয়ার। পরে অনন্য মামুনের যৌথ প্রযোজনার ছবিতে কাজ করার কথা শোনা গিয়েছিল। তবে সেটাও বাস্তবে ঘটেনি।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া জেসিয়া সেভাবে ক্যারিয়ার দাঁড় করাতে পারেননি, উল্টো সমালোচনার কবলে পড়েছেন একের পর এক। সালমান মুক্তাদিরের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আলোচনায় এসেছিলেন। এবার সামাজিক যোগাযগ মাধ্যমে বেশ কটাক্ষের মুখে পড়েছেন এই শোবিজ তারকা।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বিকিনি পরা কয়েকটি ছবি পোস্ট করেছেন। আর সেখানেই সমালোচনার তীরে বিদ্ধ হয়েছেন এই আলোচিত মডেলঅভিনেত্রী। একজন লিখেছেন, ‘তোমার নামের সাথে ইসলাম শব্দটা কেনো লাগিয়েছো?’ সেই মন্তব্যে আরেকজন এসে সহমত প্রকাশ করেছেন।

Leave A Reply

Your email address will not be published.