The news is by your side.

বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা : তথ্যমন্ত্রী

0 118

বিএনপি দেশের উন্নয়নে প্রধান বাধা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শুক্রবার (১৭ মার্চ) সকালে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ধানমন্ডিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।

তথ্যমন্ত্রী বলেন, বিএনপি সাম্প্রদায়িক অপশক্তির পৃষ্ঠপোষক। এদের প্রতিহত করতে হবে। আন্দোলনের নামে জ্বালাও-পোড়াও সহ্য করা হবে না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে দেশ। বঙ্গবন্ধুর সোনার বাংলা রচনায় সমস্ত অপশক্তিকে দমন করে প্রতিবন্ধকতা উপড়ে ফেলতে হবে।

এর আগে, সকাল ৭টা ৫ মিনিটে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর একে একে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা।

Leave A Reply

Your email address will not be published.