The news is by your side.

বাবার কারণেই বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন শাহরুখ-কন্যা ?

0 163

বলিউডে তারকা সন্তানদের অভিনয়ে আসা নিয়ে বরাবরই বাড়তি আগ্রহ দেখা যায় বিনোদনপ্রেমীদের মাঝে। তার ওপর যদি কোনো সন্তানের বাবা শাহরুখ খান হন তাহলে তো আলোচনা-সমালোচনার অন্ত থাকবে না এটাই স্বাভাবিক। সেই জায়গা থেকে অনেকেই বলছেন বাবার কারণেই বলিউড যাত্রা শুরু করতে যাচ্ছেন তিনি।

প্রথম সিরিজ মুক্তির আগেই সুযোগ পেতে যাচ্ছে করণ জোহরের সিনেমায়! তবে সমালোচনার পরোয়া করেন না শাহরুখ-কন্যা সুহানা। তিনি বলেন, ‘কে, কী বললো তাতে আমার কিছু আসে-যায় না। মা-বাবাই আমার জীবনের অনুপ্রেরণা। সেই সাথে নিজের মেধা দিয়েই বলিউডে অবস্থান তৈরি করতে চাই।’

শিগগিরই মুক্তি পাবে সুহানার প্রথম ওয়েব সিরিজ ‘দ্য আর্চিজ’। এতে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে সুহানাকে। সম্প্রতি মুম্বাইতে এক অনুষ্ঠানে শাহরুখ-কন্যা বলেন, ‘প্রথমদিন এতজন তারকা, এত ক্রু সকলের মাঝে যেন খেই হারিয়ে ফেলি। সেট, লাইট, ক্যামেরা, পোশাক, অভিনয় সবটা নিয়ে প্রথমদিন ভীষণ নার্ভাস ছিলাম। পাশাপাশি কোথাও একটা দায়িত্ববোধও কাজ করছিল। তবে সেটে সবাই পরিবারের মতো ছিল। যার ফলে কাজটা সহজ হয়ে যায়। আমার বিশ্বাস তারকা কন্যা হিসেবে নয়, অভিনেত্রী হিসেবেই আমাকে দর্শকরা গ্রহণ করবেন।’

Leave A Reply

Your email address will not be published.