The news is by your side.

বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় উনি গেলে আমিও যাব: অপু বিশ্বাস

0 139

 

শাকিব খানকে নিয়ে আবারও বাকযুদ্ধে শবনম বুবলী ও অপু বিশ্বাস। এরমধ্যেই সংবাদমাধ্যমে খবর, নতুন পাত্রী খুঁজছেন অভিনেতার পরিবার। পরিস্থিতি তাই কিছুটা ঘোলাটে। যদিও ঢাকাই সুপারস্টার বরাবরের মতো নীরব। এরমধ্যেই আবারও বুবলীর কর্মকাণ্ডে বিরক্তি প্রকাশ করলেন অপু বিশ্বাস।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম প্রথম আলো।

অভিনেত্রী প্রথম আলোকে বলেন, ‘‘খেয়াল করে দেখবেন, অন্যজনের (বুবলীকে ইঙ্গিত) মতো আমি কিন্তু শাকিবকে নিয়ে আগ বাড়িয়ে কিছু বলতে যাইনি। তবে হ্যাঁ, যখন আমার কোনো সিনেমা মুক্তি পায়, ছবির খবর নিয়ে সংবাদকর্মীদের সঙ্গে কথা হয়। যেহেতু শাকিব খান বাংলাদেশে সিনেমার সবচেয়ে বড় তারকা, সিনেমা নিয়ে কথা বলতে গিয়ে তাঁর নাম টুকটাক আসতেই পারে। অন্য নায়ক-নায়িকাদের নামও তো আসে। এটি অন্যভাবে নেওয়ার কিছু নেই।’’

কারো না উল্লেখ না করলেও অপু বলেন, ‘‘যখন থেকে শাকিব খান দুজনকেই অতীত বলেছেন, তারপরও কেউ যদি বলে, ‘আমি শাকিবের সঙ্গে কোয়ালিটি টাইম পার করি; আমাদের বাচ্চা অনেক সময় সে সুযোগ করে দেয়।’ এরপর কৌশলে শাকিবের সঙ্গে ছবি তুলে এনে তা সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সম্পর্ক টিকে আছে, প্রমাণ করতে চায়, সেটিতে অবশ্যই শাকিব ও শাকিবের পরিবার বিরক্ত হবেনই।’’

সম্প্রতি বেসরকারি একটি টেলিভিশনে শাকিবকে নিয়ে বুবলীর নানা মন্তব্যের পর বিরক্তি প্রকাশ করেছেন শাকিব খান ও তাঁর পরিবার। যদিও এ নিয়ে সরাসরি কথা বলতে শোনা যায়নি। এরপর শোনা গেছে, বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন শাকিব। ছেলের জন্য পাত্রী দেখছেন পরিবারের সদস্যরা।

নানা বিষয় নিয়ে শাকিব ও শাকিবের পরিবারের এ ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রথম আলোর সঙ্গে আগেই কথা বলেছেন বুবলী। এবার একই বিষয় নিয়ে কথা বললেন অপু বিশ্বাস।

প্রকাশিত খবরে শাকিব ও তাঁর পরিবারের দাবি, দুজনের (অপু ও বুবলী) সিনেমা মুক্তির সময় হলে বা কোনো কারণে আলোচনার বাইরে থাকলে নতুন করে আলোচনায় আসার জন্য শাকিবকে জড়িয়ে দুজনই কথা বলা শুরু করেন গণমাধ্যমে।

বুবলীকে ইঙ্গিত করে এই অভিনেত্রীর মন্তব্য, ‘গায়ের জোরে সম্পর্ক দেখানোর তো কিছু নেই। শাকিবকে নিয়ে কারও কাছে ‘গায়ে মানে না আপনি মোড়ল’ মনে হচ্ছে। পুরো বিষয়টা আমার কাছে হাস্যকর লাগে।’

‘গণমাধ্যমে প্রকাশিত খবরের দাবি, আপনার ও বুবলীর—দুজনেরই শাকিবের বাসায় প্রবেশ মানা। ছেলেরা গেলেও আপনাদের বাড়ির অন্য কোনো সদস্যদের সঙ্গে যাবে। এ ব্যাপারে আপনি কী বলেন?’ জবাবে অপু বিশ্বাস বলেন, ‘শাকিবের বাসা মানে বাচ্চাদেরই বাসা। সেখানে বাচ্চারা তাদের মতো করেই যাবে। আমার যেতেই হবে, এমনটি নয়। একটা সময় বাচ্চারা তো ওই বাড়িতে থাকবে। এখন আমার বাচ্চা ছোট, আমার কাছে থাকে। কিন্তু আসল বাড়ি ওখানেই। সেটি বাচ্চার বাবা, দাদা–দাদিরা যেভাবে চাইবেন, সেভাবেই হবে।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘আমি কিন্তু ২০১৮ সালের পর টানা চার বছর শাকিবের বাসায় যাইনি। আমি মায়ের সঙ্গে থেকেছি। হাসপাতালে মা মারা যাওয়ার খবরটাও তাদের দিইনি। শুধু মায়ের লাশ যখন অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় নিচ্ছিলাম, তখন ফোনে জানিয়েছিলাম। কেন যাইনি, সেটাও অনেকে জানেন। কারণ, আমার সংসারজীবনে অন্য কেউ এসে অনেক কষ্ট দিয়েছে আমাকে।’

তবে প্রসঙ্গটি ধরে বুবলীকে ইঙ্গিত অপু বিশ্বাস আরও বলেন, ‘গণমাধ্যমে পড়লাম। একজন বলেছেন, “আমাদের সন্তান আছে, আমার সন্তানের নিরাপত্তা আমার কাছে সবার আগে। কেউ চাইলেই তো আমি আমার সন্তানকে একা কোথাও ছাড়ব না।” সন্তান যাবে তার বাবার বাড়ি। তা যে কারোর সঙ্গেই যেতে পারে। বাবার কাছে সন্তানের নিরাপত্তাহীনতার মানে কী? এটি একটি হাস্যকর কথা। তার মানে বোঝা যাচ্ছে, বাচ্চার সঙ্গে সেখানে যাওয়ার অর্থই নিজের স্বার্থ হাসিল করা। তাই বাচ্চাকে নিরাপত্তার অজুহাতে একা দিতে চান না।’

এই অভিনেত্রী বুবলীকে ইঙ্গিত করে আরও বলেন, ‘বাচ্চার সঙ্গে শাকিবের বাসায় অন্যজন (বুবলী) গেলে, আমিও যাব।’

‘এদিকে প্রকাশিত খবরে শাকিবের পরিবারের দাবি, আপনি ও বুবলীর আচরণের কারণেই শাকিবের জন্য মেয়ে দেখছেন তাঁরা। চলতি বছরেই নাকি শাকিবকে বিয়ে দেবেন। আপনি কী বলেন?’ এ ব্যাপারে অপু বিশ্বাস বলেন, ‘এখানে আমার বলার কী আছে! প্রত্যেক মানুষেরই ব্যক্তিস্বাধীনতা আছে। ভালো লাগা আছে। তবে আমার আচরণে পরিবারের এমন সিদ্ধান্ত, এটা বিশ্বাস করি না। শাকিবকে নিয়ে অন্য একজনের (বুবলী) কথাবার্তা কেমন, তা এখন সবার জানা। তাঁর কারণে শাকিবের পরিবার বিরক্ত হতে পারে।’

Leave A Reply

Your email address will not be published.