The news is by your side.

বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে বিশ্ব: মোমেনের সঙ্গে বৈঠকে ব্লিঙ্কেন

0 126

 

বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে, সে বিষয়ে সমগ্র বিশ্ব আগ্রহী বলে মনে করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

সোমবার স্টেট ডিপার্টমেন্টের থমাস জেফারসন হলে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক দ্বিপক্ষীয় বৈঠকে ব্লিঙ্কেন এসব কথা বলেন।

অ্যান্টনি ব্লিঙ্কেন বলেন, গত ৫০ বছরে বাংলাদেশ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি পেয়েছে।

অর্থনৈতিক, দুদেশের জনগণের মধ্যে- সম্প্রীতি, জলবায়ু থেকে স্বাস্থ্য সবকিছু বেড়েছে। রোহিঙ্গা শরণার্থীর প্রতি বাংলাদেশে অসাধারণ উদারতার পরিচয় দিয়েছে। অর্থনৈতিক উন্নয়ন এবং মানবাধিকার মোকাবেলায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশের আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের ওপর গুরুত্ব আরোপ করেন অ্যান্টনি ব্লিঙ্কেন।

পররাষ্ট্রমন্ত্রী মোমেন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বহুমুখী, গতিশীল এবং বিস্তৃত সম্পর্ক রয়েছে। আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন হবে। এ বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

Leave A Reply

Your email address will not be published.