The news is by your side.

বরিশালে ১৪ সেতুর উদ্বোধন

0 248

বরিশাল বিভাগের চার জেলায় ১৪ টি সেতুর উদ্বোধন করা হয়েছে।

সোমবার সকাল ১০টায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে বরিশাল বিভাগের ১৪ সড়ক সেতুসহ সারাদেশের একশো সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সড়ক ও জনপথ অধিদপ্তর সূত্র জানায় , বরিশাল জেলায় চারটির মধ্যে  চন্দ্রমোহন সেতু ২৬ দশমিক ৭৫ মিটার, কলাতলি সেতু ৪৪ দশমিক০২ মিটার, তালুকদারহাট সেতু ৩৭ দশমিক ৯২ মিটার এবং সুন্দরকাঠী সেতু ৩৭.৯২ মিটার। এছাড়া ঝালকাঠী জেলায় ৪টি সেতু, পটুয়াখালী জেলায় ২টি সেতু ও পিরোজপুর জেলায় ৪ টি সেতু রয়েছে ।

জেলা প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বরিশাল প্রান্তে সঞ্চালনা করেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন। এসময় পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্ণেল (অবঃ) জাহিদ ফারুক এমপি, সিটি কর্পোরেশন মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, বিভাগীয় কমিশনার মোঃ আমিন উল আহসান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীরসহ স্থানীয় সংসদ সদস্য,পুলিশ প্রশাসন, সড়ক ও জনপদ বিভাগের অতিরিক্ত সচিব, উর্ধ্বতন কর্মকতা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Leave A Reply

Your email address will not be published.