The news is by your side.

বরিশালে এসএসসি’র বাংলা প্রথম পত্রে অনুপস্থিত ৯৯২

0 245

 

বরিশাল অফিস

বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অধীনে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ( এসএসসি) পরীক্ষায়  বাংলা ( আবশ্যিক) প্রথম পত্র বিষয়ে ৯৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন।

অনুপস্থিতির মধ্যে রয়েছে, বরিশোলে ৩০৫ জন,পটুয়াখালীতে ১৭২ জন,ভোলায় ২১৪ জন,বরগুনায় ১১৬  জন,পিরোজপুরে ১১৩ জন ও ঝালকাঠীতে ৭১ জন।

মোট অনুপস্থিতিতের হার ১ দশমিক ৪ ভাগ । অবশ্য এই বোর্ডের অধিনে মোট ১৮৭ টি পরীক্ষা কেন্দ্রের কোন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়নি।

বরিশাল বোর্ডের অধীনে বাংলা ( আবশ্যিক)  প্রথমপত্র বিষয়ে মোট ৮৭ হাজার ৮৮ জন পরীক্ষার্থী ছিলো। এর মধ্যে  ৮৬  হাজার ৯৬ জন পরীক্ষার্থী বাংলা ( আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথমপত্র বিষয়ে অংশ গ্রহণ করে।

বৃহস্পতিবার সন্ধ্যায়  বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন ভিশননিউজ২৪.কম কে জানান, সারা দেশের ন্যায় বরিশালেও একযোগে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২২ । বৃহস্পতিবার  বেলা ১১ টা থেকে শুরু করে দুপুর ১ পর্যন্ত  বাংলা (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। বরিশালের ৬ জেলায় ৯৯২ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো।

Leave A Reply

Your email address will not be published.