The news is by your side.

বঙ্গবন্ধু হত্যায় কুশীলবদের খুঁজতে কমিশন কেন নয় ? হাইকোর্ট

0 160

বঙ্গবন্ধু হত্যার পেছনের কুশীলবদের খুঁজে বের করতে কেন অনুসন্ধান কমিশন গঠনের নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

এক রিটের শুনানি নিয়ে বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর দ্বৈত হাইকোর্ট বেঞ্চ সোমবার (২৩ জানুয়ারি) দুপুরে এ আদেশ দেয়।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মাহমুদ বাশার ও রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সুবীর নন্দী দাস।

একইসঙ্গে আদালত মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব, স্বরাষ্ট্র সচিব এবং অর্থ সচিবকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলেছেন।

২০২১ সালের ২৫ অক্টোবর আইনজীবী সুবীর নন্দী দাস বঙ্গবন্ধু হত্যার ‘কুশীলব’ খুঁজতে তদন্ত কমিশন চেয়ে রিট করেন। পরে এ রিট শুনানিতে মোট ২২ বার সময় নেয় রাষ্ট্রপক্ষ। সোমবারও রাষ্ট্রপক্ষ সময় চাইলে আদালত তা নাকচ করে দেন।

শুনানিতে রিটকারীর আইনজীবী বলেন, বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়কদের হত্যাকাণ্ডের বিষয়ে তদন্ত কমিশন গঠনের নজির রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.