The news is by your side.

বঙ্গবন্ধু সেতুতে ৩২ ঘণ্টায় ৪ কোটি টাকার টোল আদায়

0 87

বঙ্গবন্ধু সেতু‌তে গেল ৩২ ঘণ্টায় চার কো‌টি টাকার বেশি টোল আদায় করা হয়েছে। এ সময় সেতু‌তে ৫৭ হাজার ৬০৮‌টি প‌রিব‌হনের বিপরীতে সেতু‌তে টোল আদায় হ‌য়েছে চার কো‌টি ১৩ লাখ ২ হাজার টাকা। রোববার রাত ১২টার পর‌ থে‌কে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত এই টোল আদায় হ‌য়ে‌ছে।

সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গে‌ছে, মোটরসাইকেল পারাপার হ‌য়ে‌ছে ৮ হাজার ৫২৮‌টি, ছোট বড় প‌রিবহন ১৬ হাজার ১৪৪‌টি, বাস ১১ হাজার ৬৪টি ও ট্রাক ৭ হাজার ৬৯১ টি প‌রিবহন সেতু পারাপার হ‌য়ে‌ছে। এতে মোট ৪৩ হাজার ৪২৭‌টি প‌রিবহন সেত‌ু পারাপার হয়ে‌ছে গেল ২৪ ঘণ্টায়। এতে ৩ কো‌টি ৩ লাখ ৬৬ হাজার ৮৫০ টাকা টোল আদায় হ‌য়ে‌ছে। এরম‌ধ্যে সেতুপূর্ব টোলপ্লাজায় টোল আদায় হ‌য়ে‌ছে বে‌শি। এ দিক দি‌য়ে উত্তরব‌ঙ্গে গি‌য়ে‌ছে ২৭ হাজার ২৩২টি প‌রিবহন। যার বিপরীতে টোল আদায় হ‌য়ে‌ছে ১ কো‌টি ৭১ লাখ ৪ হাজার ৯৫০টাকা।

এছাড়া সোমবার রাত ১২টার পর থে‌কে মঙ্গলবার (৯ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত সেতু‌তে ১৪ হাজার ১৮১টি প‌রিবহ‌নের বিপরী‌তে ১ কো‌টি ৯লাখ ৩৫ হাজার ১৫০ টাকা টোল আদায় হ‌য়েছে।

বঙ্গবন্ধু সেতুর নির্বাহ‌ী প্রকৌশলী আহসানুল কবীর পা‌ভেল জানান, টোল আদায় বে‌ড়ে‌ছে। আজ‌কেও অনেক গা‌ড়ির চাপ

র‌য়ে‌ছে।

 

 

Leave A Reply

Your email address will not be published.