The news is by your side.

ফিল্মফেয়ার- ২০২২’ জিতলেন শুভশ্রী 

0 127

 

ভারতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পরেই ফিল্মফেয়ারকে সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার হিসেবে বিবেচিত করা হয় ।

গত পাঁচবছরে টলিউডেও নজর কেড়েছে ফিল্মফেয়ার। এবার ষষ্ঠবারের মতো আয়োজিত ‘জয় ফিল্মফেয়ার ২০২২’-এর আসরেও সেজেগুজে হাজির হন টলি তারকারা। শুক্রবার সন্ধ্যায় কলকাতার একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেল ২০২২ সালের টলিউড ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস। এবারের ফিল্মফেয়ারেও কলকাতায় বসেছে তারকাদের মেলা।

তারকাখচিত রাতে বছরের সেরা চলচ্চিত্র পুরস্কার জিতে নিয়েছে ‘দোস্তজী’ এবং ‘বল্লভপুরের রূপকথা’। যৌথভাবে সিনেমা দুটি সেরা সিনেমা নির্বাচিত হয়েছে। সমালোচকদের বিচারে যৌথভাবে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘দ্যা হোলি কনস্পিরেসি’ এবং ‘অভিযান’।

সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন ‘দোস্তজী’র প্রসূন চট্টোপাধ্যায়। প্রজাপতি’তে দুর্দান্ত অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার ঘরে তুলেছেন মিঠুন চক্রবর্তী। সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘শ্রীমতী’ থেকে  স্বস্তিকা মুখোপাধ্যায়।

একনজরে দেখে নিন ফিল্মফেয়ার প্রাপ্ত সকলের তালিকা :-

সেরা ছবি- দোস্তজী, বল্লভপুরের রূপকথা

সমালোচকদের বিচারে সেরা ছবি- দ্যা হোলি কনস্পিরেসি, অভিযান

সেরা পরিচালক- প্রসূন চট্টোপাধ্যায় (দোস্তজী)

সেরা অভিনেতা- মিঠুন চক্রবর্তী (প্রজাপতি)

সমালোচকদের বিচারে সেরা অভিনেতা- যিশু সেনগুপ্ত (অভিযান)

সেরা অভিনেত্রী- স্বস্তিকা মুখোপাধ্যায় (শ্রীমতী)

সমালোচকদের বিচারে সেরা অভিনেত্রী- শুভশ্রী গঙ্গোপাধ্যায় (বৌদি ক্যান্টিন) ও গার্গী রায়চৌধুরী (মহানন্দা)

সেরা সহ-অভিনেতা- শ্যামল চক্রবর্তী (বল্লভপুরের রূপকথা)

সেরা সহ-অভিনেত্রী- মমতা শঙ্কর (প্রজাপতি)

সেরা নবাগত অভিনেতা- অনিন্দ্য সেনগুপ্ত (এক্স = প্রেম)

সেরা নবাগত অভিনেত্রী- শ্রুতি দাস (এক্স = প্রেম)

সেরা নবাগত পরিচালক- ঈশান ঘোষ (ঝিল্লি) ও কুমার চৌধুরী (প্রিয় চিনার পাতা: আইটিআই সেগুন)

সেরা সাউন্ড ডিজাইন- তীর্থঙ্কর মজুমদার (অপরাজিত)

সেরা সম্পাদক- অর্ঘ্যকমল মিত্র (অপরাজিত)

সেরা প্রোডাকশন ডিজাইন- সুব্রত বারিক (বল্লভপুরের রূপকথা)

সেরা আবাহ সঙ্গীত- বিক্রম ঘোষ (মহানন্দা)

সেরা চিত্রনাট্য- প্রসূন বন্দ্যোপাধ্যায় (দোস্তজী)

সেরা সংলাপ- প্রতীক দত্ত এবং অনির্বাণ ভট্টাচার্য (বল্লভপুরের রূপকথা)

সেরা গায়ক- অরিজিৎ সিং- আজকে রাতে (বিসমিল্লাহ)

সেরা গায়িকা- কৌশিকী চক্রবর্তী- কেন রং দিলে মোহে (বিসমিল্লাহ)

সেরা গীতিকার- অনির্বাণ ভট্টাচার্য (নতুন প্রেমের গান, বল্লভপুরের রূপকথা)

সেরা মিউজিক অ্যালবাম- ইন্দ্রদীপ দাশগুপ্ত (বিসমিল্লাহ)

লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- অপর্ণা সেন (অভিনেত্রী ও পরিচালক)

 

Leave A Reply

Your email address will not be published.