ঘরোয়াভাবে ফাল্গুনের এক সন্ধ্যায় কলকাতার গায়িকা প্রস্মিতা পালকে বিয়ে করেছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় গায়ক অনুপম রায়। সাদামাঠা ভাবেই তৃতীয় বিয়ে সারলেন গায়ক। ঘনিষ্ঠ বন্ধু বান্ধব ও আত্মীয় পরিজনদের উপস্থিতিতেই নতুন অধ্যায় শুরু করলেন অনুপম-প্রস্মিতা।
হিন্দুস্তান টাইমস বাংলা এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার ঘরোয়া আয়োজনে আইনিভাবে বিয়ে করেছেন অনুপম-প্রস্মিতা।
শনিবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার এক ক্লাবে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানে দুজনে আংটি বদলও করেন। বিয়ের ছবি দিয়ে ইনস্টাগ্রামে অনুপম লিখেছেন, “নতুন করে”।
গোলাপি বেনারসি শাড়ির সঙ্গে গয়না ও হালকা মেকআপে নিজেকে সাজিয়েছেন প্রস্মিতা পাল। অনুপমকে দেখা গেছে পাঞ্জাবিতে।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপল সেনগুপ্ত, অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, লোপামুদ্রা মিত্র, জয় সরকার, সৃজিত মুখোপাধ্যায়, প্রবুদ্ধ রাহাসহ আরও অনেকেই রয়েছেন।
যদিও বিয়ের আগে অনুপমের নবপরিণীতা প্রস্মিতা কলকাতাভিত্তিক আনন্দবাজার অনলাইনকে বলেছিলেন, ট্রল নিতে তারা প্রস্তুত। দুই জন সুখি হলে নেতিবাচক কিছু প্রভাব ফেলতে পারে না।
এদিকে অনুপমের বিয়ের খবর শুনে তাকে শুভকামনা জানিয়েছেন পিয়া চক্রবর্তী। নবদম্পতির আগামী জীবন সুখের হবে, এমন আশার কথা জানিয়েছেন অনুপমের প্রাক্তন স্ত্রী।