The news is by your side.

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ

0 79

 

পাকিস্তানের জাতীয় পরিষদে প্রধানমন্ত্রী নির্বাচনে ভোটাভুটি হয়েছে। রোববার (৩ মার্চ) নির্বাচনে পিটিআইয়ের ওমর আইয়ুবকে হারিয়ে দেশটির ২৪তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) প্রার্থী শাহবাজ শরিফ। খবর জিও নিউজ।

রোববার স্থানীয় সময় বেলা ১১টায় নবনির্বাচিত জাতীয় পরিষদ সদস্যরা পার্লামেন্টে সমবেত হন। তারা সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচন করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, পিএমএল-এন সভাপতি শাহবাজ শরিফ ২০১ ভোট পেয়ে পাকিস্তানের ২৪ তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক ভোটাভুটি শেষে এমন ঘোষণা দিয়েছেন। পিটিআই সমর্থিত প্রধানমন্ত্রী পদে প্রার্থী ওমর আইয়ুব খান পেয়েছেন ৯২ ভোট।

প্রধানমন্ত্রী হতে পাকিস্তানের জাতীয় পরিষদের ৩৩৬ জন সংসদ সদস্যের মধ্যে ১৬৭ জনের ভোট লাগে। পর্যাপ্ত সংখ্যক ভোট পাওয়ায় স্পিকার শাহবাজকে প্রধানমন্ত্রী পদে জয়ী ঘোষণা করেন।

এরপর স্পিকার প্রধানমন্ত্রী পদের জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নাম পড়ে শোনান এবং নির্বাচনের আনুষ্ঠানিক সূচনা ঘোষণা করেন।

নির্বাচনের পর ফলাফল ঘোষণা করেন স্পিকার। এর মাধ্যমে দ্বিতীবারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন শাহবাজ শরীফ।

৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত পাকিস্তানের সাধারণ পরিষদ নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি।এ কারণে পিএমএল-এন, পিপিপিসহ ৮ টি দল মিলে জোট সরকার গঠন করতে যাচ্ছে।

গত ৮ ফেব্রুয়ারি পাকিস্তানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। যেখানে ভোট হওয়া জাতীয় পরিষদের ২৬৪টি আসনের মধ্যে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি ৯০টি আসনে জয়লাভ করে। ৭৯ আসনে জিতে দ্বিতীয় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন)। বিলাওয়াল ভুট্টো জারদারির দল পিপিপি পেয়েছে ৫৪টি আসন।

Leave A Reply

Your email address will not be published.