The news is by your side.

পেলের সম্পত্তির দাবিদার কন্যার বৈধতা নিয়ে প্রশ্ন

ডিএনএ পরীক্ষার উপর নির্ভর করবে সন্তানের পরিচিতি

0 171

 

না ফেরার দেশে পাড়ি জমান ফুটবল-কিংবদন্তি পেলে। তার সম্পত্তি নিয়ে নতুন আলোচনার সৃষ্টি হয়েছে।

পেলের মোট সম্পত্তির তিরিশ শতাংশ পাবেন তার স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি। এমনটাই জানিয়েছে আওকির আইনজীবী লুইজ কিগনেল।

তিনি জানিয়েছেন, পেলে যে উইল করেছেন, সেখানে আরও এক নারীর নাম উল্লেখ রয়েছে। সম্ভবত তিনি পেলের মেয়ে। জীবিত অবস্থায় সেই কন্যাকে স্বীকৃতি দিয়ে যাননি। কিন্তু সম্পত্তির উইলে আছেন সেই কন্যা। তবে এখনই তা বলা যাচ্ছে না।

পেলের স্ত্রী মার্সিয়া সিবেলে আওকি পাবেন একটি প্রাসাদোপম বাড়ি। সাও পাওলোর গুয়ারুজায় সমুদ্র তটের কাছে অবস্থিত এই বাড়িটি। পেলে ও তার স্ত্রী থাকতেন এই বাড়িতে। পেলে উইলে এই বাড়িটিই দিয়ে গিয়েছেন স্ত্রীকে।

সম্পত্তির উইলে উল্লেখ করা ওই নারীর ডিএনএ পরীক্ষা করা হবে। এই ডিএনএ পরীক্ষার উপরে নির্ভর করে রয়েছে সেই সন্তানের পরিচিতি। পেলের সম্পত্তির বাকি ৭০ শতাংশ পাবেন ফুটবল-সম্রাটের বাকি সন্তানরাও। তাদের মধ্যে সেই মেয়েও রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.