দক্ষিণী ছবি ‘পুষ্পা-দ্য রাইজ’ ২০২১ এর বক্স অফিস কাঁপিয়ে দিয়েছিল। জনপ্রিয় এই ছবিতে তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন এবং অভিনেত্রী রাশমিকা মান্দানার দুর্দান্ত অভিনয় মুগ্ধ করেছিল দর্শকদের। এবার সিনেমাটির আপকামিং সিকুয়েলে যুক্ত হলেন দক্ষিণের আরেক জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী।
গত বছরের ১২ ডিসেম্বর থেকে শ্যুটিংও শুরু হয়েছে পুষ্পা-২ নামে সিকুয়েলটির। আর এবারই প্রথম সাই পল্লবীকে আল্লু অর্জুন অভিনীত সিনেমায় দেখা যাবে।
সিনেমাটিতে যথারীতি অভিনয় করছেন পুষ্পা রাজের ভূমিকায় আল্লু অর্জুন, তার প্রেমিকার চরিত্রে রাশমিকা মান্দানা ও পুলিশ অফিসারের চরিত্রে ফাহাদ ফাসিল।
তবে এবার ‘পুষ্পা ২’-তে আল্লু অর্জুন ও রাশমিকা মান্দানার সঙ্গে যোগ হলেন সাই পল্লবী। ‘পুষ্পা ২’-তে অভিনেত্রী সাই পল্লবী গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করবেন।