The news is by your side.

পুলিশের সম্মানহানির চেষ্টায় উরফির বিরুদ্ধে মামলা

0 255

ভারতের আলোচিত মডেল উরফি জাভেদের বিরুদ্ধে মামলা করেছে মুম্বাই পুলিশ। মুম্বাই পুলিশের সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে ১৭১, ৪১৯, ৫০০ ও ৩৪ ধারায় একটি মামলা নথিভুক্ত হয়েছে। উরফিসহ মোট পাঁচ জনের বিরুদ্ধে এ মামলা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার।

সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্ভট উদ্ভট পোশাক পরে আলোচিত এই মডেলের নতুন একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে ছোট পোশাক পরার অভিযোগে পুলিশের পোষাকধারী কয়েকজন তাকে আটক করে একটি গাড়িতে তুলছে।

এই ভিডিও ভাইরাল হতেই উরফির খোঁজে মাঠে নামে পুলিশ। খোঁজ নিয়ে তারা জানতে পারেন, পুরো ভিডিওটিই প্রচারে থাকার জন্য উরফি নিজেই বানিয়েছেন। বিষয়টি পূর্বপরিকল্পিত। পুলিশের চরিত্রে অভিনয় করার জন্য তিন জনকে ভাড়া করা হয়েছিল। যারা কনস্টেবল সেজেছিলেন তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে দেওয়া হয়েছিল।

ভিডিওতে থাকা ভাড়া করা এই ব্যক্তিদের আটক করেছে পুলিশ এবং ভিডিওতে ব্যবহিত গাড়িতি জব্দ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স- এ মুম্বাই পুলিশ এই তথ্য জানায়।

 

Leave A Reply

Your email address will not be published.