The news is by your side.

পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু,  কাজে গাফিলতি ও অনিয়ম সহ্য করা হবে না:  এনামুল হক শামীম

0 124

 

 

নিজস্ব প্রতিবেদক

পানি সম্পদ উপমন্ত্রী  এনামুল হক শামীম বলেছেন, পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে মেঘনা সেতু পর্যন্ত ফোর লেনের কাজ দ্রুত শেষ করতে হবে।

আজ জাতীয় সংসদ ভবনে পদ্মাসেতু থেকে শরীয়তপুর হয়ে  মেঘনা সেতু পর্যন্ত ফোরলেনের কাজের বিষয়ে  পানি সম্পদ উপমন্ত্রীর কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঠিকাদারদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

এনামুল হক শামীম জমি অধিগ্রহণসহ সকল কাজ দ্রুততার সাথে শেষ করার আহবান জানিয়ে আরো বলেন,  কাজের ব্যাপারে কোনো রকম গাফিলতি ও অনিয়ম সহ্য করা যাবে না। কাজের গুণগত মান ঠিক রাখতে হবে। এ ব্যাপারে  সংশ্লিষ্টদের নজরদারি বাড়াতে হবে। পাশাপাশি স্থানীয় জনসাধারণকেও এই কার্যক্রমে সহযোগিতা করতে হবে এবং  উন্নয়ন এগিয়ে নিতে সকলকে একসঙ্গে কাজ করতে হবে।

উপস্থিত ছিলেন- শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের  কেন্দ্রীয় কমিটির সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর-৩  আসনের সংসদ সদস্য  নাহিম রাজ্জাক, সড়ক ও জনপদের অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুরুজ মিয়া,  জেলা প্রশাসক  মো. পারভেজ হাসান, পুলিশ সুপার সাইফুল হক, জাজিরা উপজেলা চেয়ারম্যান মোবারক  আলী সিকদার, সড়ক ও জনপদ- শরীয়তপুরের নির্বাহী প্রকৌশলী ভূইয়া রেদোয়ানুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান ওটিবিএল, রিলেভেল, মেসার্স জামিল ইকবাল ও মেসার্স সালেহ আহমেদ এর প্রতিনিধিবৃন্দ।

Leave A Reply

Your email address will not be published.