The news is by your side.

নির্ধারিত মূল্যে সামিটকে বিদ্যুৎ বিক্রির নির্দেশ, আপিলে জিতলো সরকার

0 100

 

সরকার নির্ধারিত মূল্যেই সামিট গ্রুপকে বিদ্যুৎ বিক্রি করতে হবে বলে রায় দিয়েছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ এ রায় দেন। সেই সঙ্গে সরকারের কাছে সামিটের পাওনা বাবদ দাবি করা ৭৫০ কোটি টাকা দেওয়ার হাইকোর্টের রায় বাতিল করে দেন আপিল বিভাগ।

সরকারের সঙ্গে চুক্তি বাবদ যে টাকায় গ্যাস কিনে সামিট তার চেয়ে বেশি দামে বিদ্যুৎ বিক্রি করতে চেয়ে এ মামলা হয়। সেই সঙ্গে ২০১৫ সালে তারা হাইকোর্টে রিট করে জিতেও যায়। যার প্রেক্ষিতে আপিল করে আজ জিতলো বিদ্যুৎ বিভাগ। তবে এতে সরকারের সঙ্গে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণ চুক্তিতে প্রভাব পড়বে না।

Leave A Reply

Your email address will not be published.