The news is by your side.

ধিক্কার জানাই তাদের যারা কাজের আগে এক কথা, পরে অন্য রূপ ধারণ করে: মীম

0 127

আমি ধিক্কার জানাই তাদের যারা পারিশ্রমিক নিয়ে খেলা করে-ক্ষুব্ধ হয়ে এমনটাই বললেন অভিনেত্রী মোহনা মীম।

শুক্রবার এক ফেসবুক পোস্টে মোহনা পারিশ্রমিক নিয়ে টালবাহানাকারীদের ওপর ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। একইসঙ্গে তিনি তাদের নাম ও ওইসকল টেলিভিশন চ্যানেলের নাম উল্লেখ করলে যে ক্ষতি হবে সে কথাও জানান।

মোহনা বলেন, ‘আমি ধিক্কার জানাই তাদের, যারা কাজ করিয়ে নেয়ার পর, আর্টিস্ট এর পারিশ্রমিক নিয়ে খেলা করে!  তীব্র নিন্দা তাদের জন্য, যারা কাজের আগে এক কথা দিয়ে, কাজের পরে অন্য রূপ ধারণ করে!’

মিডিয়া থেকে উচ্ছেদের ভয়ে নাম উল্লেখ না করে বলেন, ‘চ্যানেল আর প্রোডাকশন হাউজের নাম বললে, মিডিয়া হয়তো আমাকেই উচ্ছেদ করবে, তাই নাম নিচ্ছি না। তবে এই তিক্ত সত্যতা প্রকাশ না করেও পারছি না৷’

অভিনেত্রী বলেন, ‘খুব স্বল্প পারিশ্রমিকে খেটে খাওয়া মানুষ আমি। যতটুকু জানি, কাজ শেষে কথা দেয়া সময় অনুযায়ী টাকা পরিশোধ করাটা পেশাদারীত্ব। আর্টিস্ট এর কাছ থেকে পুরো পেশাদারীত্ব চাই, কিন্তু এই পেশাদারীত্বের গীত গাওয়া মানুষজনের এরকম রুপ একটি সুস্থ মিডিয়া জগতে গ্রহণযোগ্য হতে পারে না। অথচ দুঃখের বিষয় হলো, তবু তারা কাজ বানিয়ে যাচ্ছে।’

 

Leave A Reply

Your email address will not be published.