The news is by your side.

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আলু-পেঁয়াজ-ডাল-তেল বিক্রি করবে সরকার

0 82

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মঙ্গলবার থেকে ঢাকায় ট্রাকসেলের মাধ্যমে খোলা বাজারে কম দামে আলু, পেঁয়াজ, মসুর ডাল ও সয়াবিন তেল বিক্রি করবে সরকার।

টিসিবির পরিবার কার্ডের মাধ্যমে ভর্তুকি মূল্যে বিক্রি কার্যক্রমের পাশাপাশি এ কার্যক্রমও চলবে। সোমবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ।

তিনি বলেন, ঢাকা শহরে ২৫ থেকে ৩০টি ট্রাকের মাধ্যমে এ কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে প্রায় ৯ হাজার পরিবার উপকৃত হবে।

এসব ট্রাক থেকে একজন ক্রেতা প্রতিকেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ দুই কেজি আলু, ৫০ টাকা দরে দুই কেজি পেঁয়াজ, ৬০ টাকা দরে দুই কেজি মসুর ডাল এবং ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন।

 

Leave A Reply

Your email address will not be published.