The news is by your side.

দৃষ্টি আকর্ষণের জন্যই বোমা হামলার চিঠি : সিটিটিসি

0 94

জঙ্গিগোষ্ঠীর দৃষ্টি আকর্ষণের জন্যই চিঠি দিয়ে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

শুক্রবার  দুপুরে সিটিটিসি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চিঠি দিয়ে জঙ্গিগোষ্ঠীর বোমা হামলা চালানোর নজির বাংলাদেশে নেই। তারপরেও বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আশপাশের সিসি ক্যামেরার ফুটেজও বিশ্লেষণ করা হচ্ছে।

এর আগে, বৃহস্পতিবার রাতে বাংলা একাডেমির মহাপরিচালক নূরুল হুদা বরাবর জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের একটি চিঠি আসে। চিঠিতে বইমেলায় বোমা হামলার হুমকি দেওয়া হয়। পরে এ বিষয়ে শাহবাগ থানায় জিডি করা হয়।

চিঠিতে লেখা আছে, যাত্রাবাড়ীর দুটি বড় আবাসিক হোটেলে প্রকাশ্য দিবালোকে দেহব্যবসা হয়। এগুলো বন্ধ করতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের চিঠি দেওয়া হয়। কিন্তু পুলিশ এ বিষয়ে কোনো পদক্ষেপ নেয়নি।

চিঠি পাওয়া মাত্র যদি দেহব্যবসা বন্ধ না হয় তবে বাংলা একাডেমি আয়োজিত বইমেলায় বোমা মেরে হামলা করা হবে। পাকিস্তানের করাচীর মতো পুলিশ সদর দপ্তরে বোমা মেরে পুলিশকে হত্যা করা হবে বলেও হুমকি দেওয়া হয়েছে।

80%
Awesome
  • Design

Leave A Reply

Your email address will not be published.