The news is by your side.

দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার পশ্চিমবঙ্গের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

গ্রেপ্তার করা হয়েছে -পার্থ চট্টপাধ্যায়ের ঘনিষ্ঠ অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কে

0 271

 

 

সরকারি শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের মহাসচিব এবং শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। অপরদিকে গ্রেপ্তার করা হয়েছে পার্থ চট্টপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ মডেল, অভিনেত্রী অর্পিতা মুখোপাধ্যায়কেও।

শুক্রবার রাতে দক্ষিণ কলকাতার এক অভিজাত আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) উদ্ধার করে ২০ কোটি রুপি।

ইডি জানায়, অর্পিতা পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’। দু’জনের একসঙ্গে বেশ কিছু ছবিও নেটমাধ্যমে প্রকাশ পেয়েছে।

এদিকে টালিগঞ্জে মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে রুপি উদ্ধারের পরে তা নিয়ে যাওয়ার জন্য এ বার ট্রাক নিয়ে আসা হয়েছে। অর্পিতার ফ্ল্যাটে পাওয়া রুপি ট্রাঙ্কে বোঝাই করা হচ্ছে।

শুক্রবার অর্পিতার ফ্ল্যাটে তল্লাশি চলাকালীন ‘রুপির পাহাড়’ আবিষ্কার করেন তদন্তকারীরা। সেই টাকা গুণতে ব্যাঙ্ক কর্মীদের সাহায্য নেওয়া হয়। আনা হয় রুপি গোনার যন্ত্রও। শনিবার শেষ খবর পাওয়া পর্যন্ত অর্পিতার বাড়ি থেকে উদ্ধার হয়েছে ২০ কোটি ২১ লাখ রুপি। সেই রুপি নিয়ে যাওয়ার জন্য ট্রাঙ্ক ভর্তি ট্রাক নিয়ে আসে রিজার্ভ ব্যাঙ্ক। উদ্ধার হওয়া রুপি ট্রাঙ্কে বোঝাই করে তোলা হয় ট্রাকে। ইডি ওই বিপুল অর্থ বাজেয়াপ্ত করেছে। ট্রাকে ট্রাঙ্কগুলিতে নির্দিষ্ট নম্বর দেওয়া ছিল। হিসাবে সুবিধার জন্য ৫০০ এবং দু’হাজার রুপির নোটের জন্য আলাদা আলাদা ট্রাঙ্ক রয়েছে। ট্রাকে ছিল প্রায় ৪০টি ট্রাঙ্ক।

পাশাপাশি অর্পিতার ওই ফ্ল্যাটে আরও সম্পত্তির খোঁজ পাওয়া গেছে। বিভিন্ন জায়গায় সম্পত্তির একাধিক দলিল উদ্ধার হয়েছে সেখান থেকে। এ ছাড়াও ৫৪ লাখ রুপির বিদেশি মুদ্রাও বাজেয়াপ্ত করা হয়েছে। অর্পিতার ওই ফ্ল্যাটে স্কুল শিক্ষা দপ্তরের কিছু নথিও পাওয়া গেছে। এমনকি রুপির স্তূপের মধ্যেই পাওয়া গেছে উচ্চশিক্ষা দপ্তরের খাম!

 

Leave A Reply

Your email address will not be published.