The news is by your side.

ঢাকাকে যানজটমুক্ত করার প্রতিশ্রুতি আতিকুলের

0 698

 

ঢাকাকে যানজটমুক্ত করে একটি পরিকল্পিত শহর হিসেবে গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আতিকুল ইসলাম।

আজ বুধবার রাজধানীর ফার্মগেটের আল-রাজী হাসপাতালের সামনে এক নির্বাচনী সমাবেশে এ প্রতিশ্রুতি দেন তিনি।

সমাবেশে মেয়রপ্রার্থী আতিকুল ইসলাম বলেন, ‘বাস মালিকদের সঙ্গে বসে বাসের রুট ঠিক করার কাজ করব। আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ। আপনাদের নিয়ে এই চ্যালেঞ্জ মোকাবিলা করে সুন্দর ঢাকা শহর গড়ে তুলব।’

তিনি আরও বলেন, ‘আমরা একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে চাই। এ জন্য ঘরে ঘরে উন্নয়নের মার্কা নৌকা পৌঁছে দিতে হবে। ঢাকাকে যানজটমুক্ত করার উদ্যোগ নেব।’

ঢাকা শহরের জলাবদ্ধতা আমাদের আরেকটি চ্যালেঞ্জ- এ কথা উল্লেখ করে এই মেয়রপ্রার্থী বলেন, ‘জলাবদ্ধতা নিরসনে ইতিমধ্যে পরিকল্পনা গ্রহণ করেছি। আশা করছি, পর্যায়ক্রমে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসন করতে পারব। গত ৯ মাসে অভিজ্ঞতা অর্জন করেছি। এই কঠোর অনুশীলনের পর ভবিষ্যতে তা ভালোভাবে প্রয়োগ করতে পারব।’

ফার্মগেট-কুনিপাড়া এলাকার এই প্রচার সমাবেশে অংশ নেন অভিনেতা রিয়াজ, অভিনেত্রী বাঁধন, টেনিস তারকা জোবেরা রহমান নিলু, সাবেক মন্ত্রী তারানা হালিম, ফুটবলার কায়সার হামিদসহ আরও কয়েকজন সাংস্কৃতিক ও ক্রীড়া ব্যক্তিত্ব।

আল রাজি হাসপাতালের সামনে এ সমাবেশর সময় এর প্রবেশ পথ বন্ধ হয়ে যায়।

Leave A Reply

Your email address will not be published.