The news is by your side.

টেসলার ৪০০ কোটি ডলারের শেয়ার বেচবেন ইলন মাস্ক

0 167

ইলন মাস্ক টেসলার ৪০০ কোটি মার্কিন ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বিবিসি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে দেওয়া এ ঘোষণায় ইলন মাস্ক জানিয়েছেন, তিনি কোম্পানিটির ১ কোটি ৯৫ লাখ শেয়ার বিক্রি করবেন। বর্তমান বাজারমূল্যের হিসাবে যার আর্থিক মূল্য প্রায় ৩৯৫ কোটি মার্কিন ডলার।

টুইটারের নেতৃত্ব নেওয়ার পর এই প্রথম বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বড় অঙ্কের শেয়ার বিক্রির ঘোষণা এল। টেসলার মালিকানাও রয়েছে বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের হাতে। বিষয়টি এখন এমন দাঁড়িয়েছে, বিশ্বজুড়ে সুপরিচিত বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার শেয়ার বেচে আলোচিত সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে বিনিয়োগ করছেন ইলন মাস্ক।

নতুন করে ৪০০ কোটি ডলারের শেয়ার বিক্রির ঘোষণা দেওয়ার ফলে চলতি বছরে এ নিয়ে সব মিলিয়ে টেসলার ২ হাজার কোটি ডলার সমমূল্যের শেয়ার বিক্রির ঘোষণা দিলেন ইলন মাস্ক।

ইলনের একের পর এক শেয়ার বিক্রির ঘোষণায় বাজারে টেসলার শেয়ারের দামও কমছে। চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত টেসলার শেয়ারের দাম ৫০ শতাংশের বেশি কমেছে। আর টেসলার শেয়ার বেচে ইলন মাস্ক সংগ্রহ করেছেন দুই হাজার কোটি ডলার।

সর্বশেষ টুইটারের প্রধান নির্বাহীর দায়িত্ব নেওয়ার পর থেকে প্রতিষ্ঠানটিতে গণছাঁটাই শুরু করেছেন তিনি। মালিকানা ও নেতৃত্ব বুঝে নেওয়ার প্রথম ছাঁটাই করেন টুইটারের প্রধান নির্বাহী (বর্তমানে সাবেক)  পরাগ আগারওয়ালকে। পরে সেই দায়িত্ব নিজেই পালন করতে শুরু করেন ইলন।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Leave A Reply

Your email address will not be published.