The news is by your side.

টিএসসিতে থামলো মেট্রোরেল

0 229

 

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশনে প্রথমবারের মতো থামলো ট্রেন। বুধবার সকাল সোয়া ৭টার দিকে মতিঝিল থেকে উত্তরা অভিমুখী ছেড়ে আসা ট্রেনটি ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনের থামে। এরপর উত্তরা থেকে মতিঝিল অভিমুখের ট্রেনটি সকাল ৭টা ৩০ মিনিটে এ স্টেশনে এসে পৌঁছায়।

বর্তমানে আগারগাঁও-মতিঝিল রুটে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে। এমআরটি পাসধারীরা দুপুর ১২টা পর্যন্ত মেট্রোরেলে চলাচল করতে পারেন।

উচ্ছাস প্রকাশ করে ঢাবি শিক্ষার্থীরা বলছেন, তাদের জন্য যোগাযোগের ভালো মাধ্যম হবে মেট্রোরেল। স্বল্প সময়ে যানজট এড়িয়ে ভোগান্তি থেকে নিস্তার মিলবে।

মেট্রোরেলের বিজয় সরণি স্টেশনও চালু হলো আজ। দুটি স্টেশন চালুর ফলে ১৭টি স্টেশনের মধ্যে বাকি থাকলো কাওরানবাজার, শাহবাগ ও কমলাপুর স্টেশন। কমলাপুর পর্যন্ত মেট্রোরেল লাইন বর্ধিতের কাজ চলছে। বাকি স্টেশনগুলোও এই মাসের মধ্যে চালুর কথা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.