তীব্র জ্বালানি সংকটে ব্রিটেনে ৩ লাখ ৭০ হাজার প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। বিপুল সংখ্যক কর্মী কাজ হারানোর আশঙ্কা করছেন। যদিও কিছু প্রতিষ্ঠান বিকল্প হিসেবে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটতে পারে বলে খবর।
আগামী সপ্তাহের শেষে সরকার জ্বালানি সহায়তা প্রত্যাহার করলে এই আশঙ্কা দেখা দিতে পারে।
ব্রিটেনের অর্থমন্ত্রী জেরেমি হান্ট জানান, ‘সাধারণ উপভোক্তাদের জন্য জ্বালানি সহায়তা বহাল থাকলেও ১ এপ্রিল থেকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য তা বন্ধ হয়ে যাচ্ছে।’ যদিও সরকারের এমন সিদ্ধান্তের প্রভাব উপভোক্তাদের ওপর পড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে।
ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো জ্বালানি ব্যয় মেটাতে দাম বাড়াতে বাধ্য হবে। এতে মুদ্রাস্ফীতি আরও বাড়বে।
সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি সহায়তা সত্ত্বেও রেকর্ড জ্বালানি বিলের ভারে বিপর্যস্ত হয়ে পড়েছে একাধিক সংস্থা।