The news is by your side.

জিতের নায়িকা হচ্ছেন দেবের প্রেমিকা রুক্মিণী!

0 142

নায়ক দেব ও জিৎ। বক্স অফিসে দুজনের যেমন লড়াই চলে, তেমনই সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রায়ই দেব ও জিৎ-এর অনুরাগীদের মধ্যে ঝগড়া চলে। যদিও কাজের জায়গায় দেব ও জিতের অনুরাগীরা বারবার একে অপরের সমর্থনে এগিয়ে এসেছেন। তবে এবার দেবের বাস্তব জীবনের প্রেমিকা জিতের সঙ্গে রোমান্স করবেন! কিন্তু বাস্তবে নয়, পর্দায়।

সবে মাত্র ‘বিনোদিনী’র শুটিং শেষ করেছেন রুক্মিণী মৈত্র। আপাতত মালদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত তিনি। তবে শোনা যাচ্ছে এবার নাকি তিনি জিৎ-এর সঙ্গে জুটি বেঁধে অভিনয় করতে চলেছেন রুক্মিণী মৈত্র। তবে কোন ছবিতে তাঁরা একসঙ্গে কাজ করতে চলেছেন, তা নিয়ে অফিসিয়ালি এখনও কিছু জানানো হয়নি। জিৎ-এর প্রযোজনা সংস্থা কিংবা রুক্মিণী মৈত্র, কারোর পক্ষ থেকেই কিছু জানানো হয়নি। তাই ঠিক ঘটতে চলেছে, তা জানে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে।

জিৎ-এর প্রযোজনা সংস্থার ‘সুইৎজারল্যান্ড’ ছবিতে কাজ করেছেন রুক্মিণী মৈত্র। যদিও সেই ছবিতে জিৎ নয়, রুক্মিণী অভিনয় করেছিলেন আবির চট্টোপাধ্যায়ের বিপরীতে। তবে এবার শোনা যাচ্ছে জিৎ-এর প্রযোজনা সংস্থার ছবিতে তাঁর বিপরীতেই কাজ করতে চলেছেন রুক্মিণী।

একসময় জিতের নায়িকা হতে চেয়েছেন, এমন অভিনেত্রীর সংখ্যাও টলিপাড়ায় নেহাত কম নয়। শুভশ্রী গঙ্গোপাধ্যায়কেও একসময় বলতে শোনা গিয়েছিল, তাঁর প্রিয় অন্যতম প্রিয় নায়ক জিৎ। বর্তমান সাংসদ, অভিনেত্রী নুসরত জাহানের প্রথম ছবির নায়কও ছিলেন জিৎ। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, কোয়েল মল্লিক, সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, সকলেই একসময় জিতের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন। একসময় কোয়েল-জিৎ-এর জুটি ছিল টলিপাড়ায় হিট। জিতের ছবির প্রসঙ্গ এলেই প্রথম প্রশ্নই উঠে আসে নায়িকা কে? আর এবার যদি শোনা যাচ্ছে জিতের নায়িকা হচ্ছেন দেবের প্রেমিকা রুক্মিণী, তাহলে তৌ কৌতুহল হবেই।

Leave A Reply

Your email address will not be published.