The news is by your side.

গ্রেপ্তার এড়াতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে চান ইমরান খান

আদালতে হাজিরা দিতে যাওয়ার আগেই বিকল্প কমিটি গঠন করার কথা জানান ইমরান

0 73

আন্তর্জাতিক ডেস্ক

পার্লামেন্টে আনা অনাস্থা ভোটে ক্ষমতা হারান পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। তার পরই দেশজুড়ে লংমার্চ করে নিজের রাজনৈতিক শক্তি ও জনপ্রিয়তা দেখিয়েছেন পিটিআইপ্রধান।

আগাম নির্বাচনের দাবি বাস্তবায়নে সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে ইতোমধ্যে বেশ কয়েকটি সফল সমাবেশ করেছেন ইমরান খান। তবে নির্বাচন কমিশনের করা তোশাখানা মামলাসহ সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে অন্তত ৯৪টি মামলা হয়েছে। এর মধ্যে একাধিক মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে তা আবার স্থগিত করা হয়েছে।

তোশাখানা মামলায় ইতোমধ্যে ইমরান খানকে দুই দফা গ্রেফতারের চেষ্টা হয়েছে। সর্বশেষ শনিবার ইসলামবাদের আদালতে হাজিরা দিয়েছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী। ওই দিন পিটিআই সমর্থকদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ কেন্দ্র করে শুনানি ৩০ মার্চ পর্যন্ত মুলতবি করা হয়েছে। ওইদিন আবারও ইমরান খানকে হাজিরা দিতে হবে।

রোববার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন পিটিআই চেয়ারম্যান। ইমরান খানকে গ্রেফতার করা না করা নিয়ে যখন চরম নাটকীয়তা চলছে, তখন নতুন কর্মসূচি ঘোষণা করলেন ইমরান।

আগামী বুধবার মিনার–ই–পাকিস্তান শীর্ষক বিক্ষোভ কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছেন ইমরান খান। ওই দিন পাকিস্তান তেহরিক–ই–ইনসাফ চলমান রাজনৈতিক অস্থিরতা ও অচলাবস্থা, বিশেষ করে দলীয় প্রধানের পরবর্তী হাজিরার আগেই মিনার–ই–পাকিস্তান কর্মসূচির মাধ্যমে নতুন করে শক্তি দেখাবে বলে মনে করা হচ্ছে। কারণ ৩০ মার্চের শুনানির দিনে সরকার চাইলে সাবেক প্রধানমন্ত্রীকে গ্রেফতারও করতে পারে।

সরকার যে কোনো সময় ইমরান খানকে গ্রেফতার করতে পারে, সেটি তিনি নিজেও বুঝতে পারেন। এর প্রস্তুতি হিসেবে দলের বিকল্প কমিটি গঠন করেছেন। গত শনিবার লাহোরের বাসভবন থেকে ইসলামাবাদের আদালতে হাজিরা দিতে যাওয়ার আগেই বিকল্প কমিটি গঠন করার কথা জানান ইমরান খান।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আমি কারাগারে থাকলে দল কীভাবে চলবে, সে বিষয়ে কমিটি গঠন করা হয়েছে। তারা নিজেরা পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিতে পারবে।

রোববার লাহোরে বড় ধরনের রাজনৈতিক সমাবেশ করতে চেয়েছিল পিটিআই। কিন্তু শেষ মুহূর্তে লাহোর হাইকোর্টের নির্দেশে সমাবেশ স্থগিত হয়ে যায়। তার পরই নতুন কর্মসূচির ঘোষণা দেন ইমরান খান। আগামী বুধবার মিনার–ই–পাকিস্তান শীর্ষক বিক্ষোভ কর্মসূচিতে পিটিআই ব্যাপক শো-ডাউন করতে পারে বলে মনে করা হচ্ছে।

Leave A Reply

Your email address will not be published.