The news is by your side.

‘কৃষিবিদ’ শাহরুখ কন্যা সুহানা,  আলিবাগে ১.৫ একর কৃষিজমি কিনেছেন!

0 140

সুহানা খান। জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিস কমিকস’র আসন্ন চলচ্চিত্রের মাধ্যমে খুব শিগগিরই অভিনয়ে আত্মপ্রকাশ করতে চলেছেন এই তারকা-সন্তান।

সুহানা ভারতের আলিবাগের থাল গ্রামে একটি কৃষিজমি কিনেছেন। ১২.৯১ কোটি রুপির বিনিময়ে ১.৫ একর কৃষিজমি কিনেছেন, যেখানে আছে ২.২১৮ বর্গফুটের একটি ভবন। গুঞ্জন উঠেছে, সুহানা ক্যারিয়ারে নানা কাজের পাশাপাশি কৃষিতেও যুক্ত হচ্ছেন।

এই জমি কিনতে সুহানা খান আপাতত ৭৭.৪৬ লক্ষ রুপি পরিশোধ করেছেন। অঞ্জলি, রেখা ও প্রিয়া খোট নামে তিন বোনের মালিকানাধীন এই জমিটি ‘দেজা-ভু ফার্ম প্রাইভেট লিমিটেড’র নামে নিবন্ধিত হয়েছে।

সম্পত্তির রেজিস্ট্রেশন নথিতে সুহানা খানকে ‘কৃষিবিদ’ হিসাবে বর্ণনা করা হয়েছে। যদিও এই তারকা-সন্তান এখনও আনুষ্ঠানিকভাবে কৃষি ও কৃষিতে প্রবেশের পরিকল্পনা প্রকাশ করেননি। তবে নথিগুলো ইঙ্গিত দেয়, তিনি কৃষিক্ষেত্রে বেশ আগ্রহী।

আলিবাগের থাল গ্রামে শাহরুখ খানের সমুদ্রমুখী সম্পত্তির কাছেই সুহানা খানের নতুন কৃষিজমি। এই ফার্মে একটি বিলাসবহুল সুইমিং পুল, একটি হেলিপ্যাড এবং আধুনিক সুযোগ-সুবিধা রয়েছে।

Leave A Reply

Your email address will not be published.